Tense : Tense হল সময় বা কাল Verb সংঘটিত হওয়ার সময় কে Tense বলে । Tense তিন প্রকার ।
যেমন :
1.Present Tense ( বর্তমান কাল ) ।
2.Past Tense ( অতীত কাল ) ।
3.Future Tense ( ভবিষ্যত কাল ) ।
Present Tense : বর্তমানে কোন কাজ হয় বা হইতেছে এরূপ বুঝালে Verb এর Present Tense হয় ।
যেমন :
1.আমি ভাত খাই- I eat rice.
2.তানিয়া স্কুলে যায়-Tania goes to School.
3.রবিন মাঠে তার বন্ধুদের সাথে খেলতেছে- Robin is playing in the field with his friends.
4.করিম বই পড়িতেছে : Karim is reading a book.
Past Tense : কোন কাজ অতীতে শেষ হয়ে গেছে যার ফল এখন আর বাকি নাই তাকে Past Tense বলে ।
যেমন :
1.আমি ভাত খেয়েছিলাম - I ate rice.
2. তনিয়া স্কুলে গিয়েছিল- Tania went to school.
3. রবিন মাঠে তার বন্ধুদের সাথে খেলতেছিল- Robin was playing with his friends in the field.
4.করিম বই পড়িতেছিল- Karim was reading a book.
Future Tense : ভবিষ্যতে কোন কাজ হবে এরূপ বুঝালে Verb এর Future Tense হয় ।
যেমন :
1. আমি ভাত খাব- I shall eat rice.
2. তনিয়া স্কুলে যাবে- Tania will go to school.
3.রবিন মাঠে তার বন্ধুদের সাথে খেলতে থাকবে- Robin will be playing with his friends in the field.
4. করিম বই পড়তে থাকবে- Karim will be reading a book.
: