হাজার মনের কাছে প্রশ্ন রেখে (সুবীর নন্দী) / Hazar moner kache prosno rekhe (Subir Nandi)

Post a Comment
হাজার মনের কাছে প্রশ্ন রেখে
শিল্পীঃ সুবীর নন্দী


হাজার মনের কাছে প্রশ্ন রেখে
একটি কথাই জেনেছি আমি
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।
তবুও মানুষ করে হৃদয়ের গৌরব
বলে প্রেম সেইতো ভূলে যা সৌরব
আমি বলি মিছে সব মানুষের জন্য
ফুলের মত মন মানুষের নেই
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।
নিজের হাতের গড়া স্বার্থের শৃংখল
হয়ে গেছে আজতো পৃথিবীর সম্বল
যারা চায় চিরদিন চেয়ে তারা ধন্য
আসলে দেবার কারো কিছু আর নেই

পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।

হাজার মনের কাছে প্রশ্ন রেখে (সুবীর নন্দী) / Hazar moner kache prosno rekhe (Subir Nandi)

Related Posts

: