Present Perfect continuous tense কি ? Present Perfect continuous tense কাকে বলে ? Present Perfect continuous tense বলতে কি বুঝায় ?

Post a Comment


Present Perfect continuous Tense : কোন কাজ পূর্বে একটি নিদিষ্ট সময় হইতে আরম্ব হইয়া এখনো চলিতেছে এরূপ বুঝালে Verb এর Present Perfect continuous Tense হয় ।
যেমন :
1. তানিয়া সকাল থেকে পড়িতেছে - Tania has been reading since morning.
2. রিনা দুই ঘন্টা যাবত পড়িতেছে - Rina has been reading for two hours.
3.তাহারা আধা ঘন্টা যাবত খেলিতেছে - They have been playing for half an hour.
4.আমি দুপুর থেকে মাছ ধরিতেছি - I have been catching fish since noon. 
5. মেয়েগুলি এক ঘন্টা যাবত সাঁতার কাটিতেছে - The girls have been swimming for an hour.
6. বালিকাটি বিশ মিনিট যাবত গান গাইতছে - The girl has been singing for twenty minutes.
7. আমি তিন বছর যাবত এই কলেজে পড়িতেছি - I have been reading in this college for three years.
8. মা এক ঘন্টা যাবত রান্না করিতেছেন - mother has been cooking for an hour.
9. মনির তিন বছর যাবত এখানে বাস করিতেছে - Monir has been living here for three years.
10. সে চার ঘন্টা যাবত কাজ করিতেছে - He has been working for four hours.

Sentence গঠন করার নিয়ম ।

গঠন : Subject + have been / has been +মূল verb + ing + since / for / from + object +Extension.

গঠন প্রনালী : এক্ষেত্রে মূল verb এর সাথে ing বসে এবং তার আগে subject অনুযায়ী  have been, has been এর যে কোন একটি বসে ।

Related Posts

: