তুমি আমায় করতে সুখী (সালমান শাহ)/ Tumi Amay Korte Sukhi (Salman Shah)

Post a Comment
তুমি আমায় করতে সুখী (সালমান শাহ)


তুমি আমায় করতে সুখী, জীবনে
অনেক বেদনাই সয়েছো
বলো না, কি সুখ তুমি পেলে?

তোমায় পেয়ে, পৃথিবী পেয়েছি,
আমি পেয়েছি আলো,
গড়েছি প্রদ্বীপ, সেই আলো জ্বেলে

তুমি তো জীবন জুড়ে রয়েছো আমার
জানি না কতোটা আমি হয়েছি তোমার
তুমি যে আমার সেই সুখের জোয়ার
সবুজ হয় গো মাটি, যে ঢেউ এলে
গড়েছি প্রদ্বীপ, সেই আলো জ্বেলে


দিয়েছি তোমায় আমি শুধুই জ্বালা
সে জ্বালা হয়েছে মোর গলার মালা
কোথাও সীমানা নেই, যে ভালোবাসার,
সে প্রেমে আমায় তুমি ভরে যে গেলে
বলো না, কি সুখ তুমি পেলে?

তুমি আমায় করতে সুখী (সালমান শাহ)/ Tumi Amay Korte Sukhi (Salman Shah)

Related Posts

: