ফুল নেবে না অশ্রূ নেবে বন্ধু (জেমস)/ Ful nebe na osru nebe bondhu (James)

Post a Comment
ফুল নেবে না অশ্রূ নেবে বন্ধু
শিল্পীঃ জেমস


ফুল নেবে না অশ্রূ নেবে বন্ধু।
যদি ফুল ফিরিয়ে দাও
তবে দিতে পারি তোমায়
এই দুচোখের ভর উঠা জলধারা।।
যদি তুমি না আস এ হৃদয় গহীনে
নিঃস্বাসে লাভ কি?
বাঁচা কোন কারণে
দেরি নয় দেরি নয় সুন্দরীতমা
চিৎকার করে বল
ভাল নেই তুমি ছাড়া।।
শুধু তোমার সম্মতিতে
পৃথিবী আমার হাসে
বুঝবে সে জন শুধু
যে মানুষ ভালবাসে
দেরি নয় দেরি নয় সুন্দরীতমা
চি
কার করে বল
ভাল নেই তুমি ছাড়া।।
যদি ফুল ফিরিয়ে দাও
তবে দিতে পারি তোমায়
এই দুচোখের ভর উঠা জলধারা।।



ফুল নেবে না অশ্রূ নেবে বন্ধু (জেমস)/ Ful nebe na osru nebe bondhu (James)

Related Posts

: