দশমাস দশদিন ধরে গর্ভে ধারণ (জেমস,প্রিন্স মাহমুদ)/ Dosh mas dosh din tore gorbhe dharon (James, Prince Mahmud)

Post a Comment
দশমাস দশদিন ধরে গর্ভে ধারণ
শিল্পীঃ জেমস
সুরকারঃ প্রিন্স মাহমুদ



দশমাস দশদিন ধরে গর্ভে ধারণ
কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন,
হঠা
কোথায় না বলে হারিয়ে গেল
জন্মান্তরের বাঁধন কোথা হারালো।
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখ পাবে দুর নক্ষত্র মাঝে।
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা।
ওরে তারা রাতের তারা মা
কে জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারিনা।
মায়ের কোলে শুয়ে হারানো সে সুখ
অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয়মুখ
অনেক ঋণের জালে মাগো বেঁধেছিলে তাই
বিষাদের অভয়ারণ্যে ভয় তবু পাই।
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখ পাবে দুর নক্ষত্র মাঝে
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা
ওরে তারা রাতের তারা মাকে জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারিনা।
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখ পাবে দুর নক্ষত্র মাঝে
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা
ওরে তারা রাতের তারা মাকে জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারিনা।


দশমাস দশদিন ধরে গর্ভে ধারণ (জেমস,প্রিন্স মাহমুদ)/ Dosh mas dosh din tore gorbhe dharon (James, Prince Mahmud)

Related Posts

: