পদ্ম পাতার জল -কবিতা (জেমস)/ Podmo patar jol - Kobita (James)

Post a Comment

পদ্ম পাতার জল (কবিতা)

শিল্পীঃ জেমস





কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল।
বেদনা সিক্ত অশান্ত এই মন
খুঁজে ফেরে মেটায় প্রয়োজন
যতদূর জানে ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা মনের বাঁধন।
নয়ন গভীরে আঙিনায়
নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা
কোথায় হারালে বল পাবো তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতায় ।


পদ্ম পাতার জল -কবিতা (জেমস)/ Podmo patar jol - Kobita (James)

Related Posts

: