২৪ ফেব্রুয়ারি ২০১৬ বা এর পরে যে সকল নতুন প্রি-পেইড সিম চালু করা হয়েছে। যেমন - নিশ্চিন্ত,
ডিজুস, একতা ১, ৩ এবং বিএস ১, ৩, ৪ (সফল), বন্ধু,
গ্রামীণফোন পাবলিক ফোন এবং পল্লী ফোন সিমে বা
সংযোগে অফারটি উপভোগ করতে পারবেন।
নতুন সিমের মূল্য ২০০ টাকা
(একতা সংযোগ মূল্য ১৭০ টাকা)
- নতুন সিমে পাবেন ৫ টাকা প্রিলোডেড, ৫০টি জিপি-জিপি SMS এবং 50MB বোনাস ইন্টারনেট, এবং ভিলেজ ফোন সিমে পাবেন ৫০ টাকা প্রি-লোডেড।
- প্রিলোডেড বোনাস এবং টাকার মেয়াদ ৩০ দিন(সিম চালুরত দিনসহ)।
- অ্যাক্টিভেশনের ৭২ ঘণ্টার মধ্যে ফ্রি ইন্টারনেট এবং SMS দেয়া হবে।
- প্রি-লোডড talk time চেক করতে ডায়াল করুন *566# এবং বোনাস চেক করতে ডায়াল করুন *121*1*2#.
- প্রথম রিচার্জে ফ্রি 1GB ফেসবুক , ১০০% বোনাস, আধা পয়সা ও ১ পয়সা, ফ্রি ইন্টারনেট, এছাড়াও ফ্রি 1GB ইন্টারনেট মাত্র ৯ টাকা রিচার্জে,
- প্রথমবার ঠিক ৩৪ টাকা রিচার্জে গ্রাহক যেকোনো GP নম্বরে আধা পয়সা/সেকেন্ড কল রেট এবং অন্য লোকাল নম্বরে ১ পয়সা/সেকেন্ড ২৪ ঘণ্টা ১৫ দিন মেয়াদে উপভোগ করতে পারবেন। সেই সাথে গ্রাহকগণ ৩৪ মিনিট (যেকোনো লোকাল নম্বরে), 1GB ফেসবুক ডাটা এবং 100MB ইন্টারনেট ১৫ দিন মেয়াদে উপভোগ করতে পারবেন।
- প্রথমবার ৫৪ টাকা রিচার্জে গ্রাহকগণ যেকোনো জিপি নম্বরে আধা পয়সা/সেকেন্ড কল রেট এবং অন্য লোকাল নম্বরে ১ পয়সা/সেকেন্ড ২৪ ঘণ্টা ৩০ দিন মেয়াদে উপভোগ করতে পারবেন। সেই সাথে গ্রাহকগণ ৫৪ মিনিট (যেকোনো লোকাল নম্বরে), 1GB ফেসবুক ডাটা এবং 300MB ইন্টারনেট ৩০ দিন মেয়াদে উপভোগ করতে পারবেন।
- এছাড়াও ৯ টাকা রিচার্জে 1GB ফ্রি ইন্টারনেট অফার উপভোগ করতে পারবেন, মেয়াদ ৭ দিন।
- অফার চলাকালীন গ্রাহক সর্বোচ্চ ৫ বার অফারটি নিতে পারবেন।
- গ্রাহক যদি প্রথম ৯ টাকা রিচার্জ করেন তবে ৩৪ টাকা এবং ৫৪ টাকা রিচার্জ অফার পাবেন না।
- যদি অন্য ইন্টারনেট প্যাক অ্যাক্টিভ করেন তবে ফেসবুক ভলিউম বন্ধ হয়ে যাবে।
- বোনাস চেক করতে ডায়াল করুন *121*1*2#
- প্রথম রিচার্জ অফারটি শুধুমাত্র একবার প্রযোজ্য, ৩৪ টাকা বা ৫৪ টাকার যেকোনো একটি রিচার্জ অফার পেলে গ্রাহকের জন্য এই অফারটি আর প্রযোজ্য হবে না, অফার চলাকালীন উল্লেখিত রিচার্জ পয়েন্ট (৯ টাকা, ৩৪ টাকা ৫৪ টাকা)।
- ১ ডিসেম্বর, ২০১৫ এর পর অ্যাক্টিভ হওয়া গ্রাহকগণ লোয়ার ট্যারিফ, বোনাস ভয়েস এবং ইন্টারনেট অফার উপভোগ করতে পারবেন (৯ টাকা রিচার্জে 1GB ইন্টারনেট অফার প্রযোজ্য নয়)।
- ইন্টারনেট প্যাক বন্ধ করতে ‘STOP’ লিখে 5000 নম্বরে পাঠাতে হবে।
- ৩% সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য।
: