পস্তানো!

Post a Comment


                              〝পস্তানো〞




 একটা খুব পরিশ্রমী যুবক তার খুব পয়সা কামানোর ইচ্ছা ছিল, কেন না সে খুবই গরীব ছিল আর
খুব দুর্যোগের মধ্যেই তার দিন কাটছিল। তার স্বপ্ন ছিল খুব পয়সা উপার্জন করে নিজের পয়সায় একটা কার (car) কেনার। যখনি তার সামনে দিয়ে কোন কার যেত সে দেখতেই থাকত আর ভাবত যে আমি কবে এইরকম একটা কার কিনব। আর উদাস মনে বাড়ি ফিরে যেত।



এই ভাবেই চলতে চলতে একদিন তার একটা ভাল চাকরি লেগে গেল। সে অনেক চেষ্টা করেও তার সখ পুর করতে পারছিল না কেন না তার জমান পয়সা ঠিক কোন না কোন দিকে খরচ হয়ে যেত।



তারপর তার বিয়ে হয়ে গেল এবং কয়েক বছর পর সে বাবাও হয়ে গেল। সব কিছু ঠিক ঠাকই চলছিল কিন্তু তবুও তার মনে একটা দুঃখ একটা অস্থিরতা থেকেই গিয়েছিল, যে তার কাছে তার সখের কার এখনো পর্যন্ত আর হল না। তারপর আবার সে আস্তে আস্তে পয়সা জমাতে শুরু করল, এবং সমস্ত খরচ কে কমিয়ে শুধু কারের জন্য পয়সা রাখতে লাগল।



এবং কয়েক বছরের মধ্যে সেদিন এসেও গেল যেদিন সে নিজের পয়সায় কার কিনে ফেলল। তার খুশির সীমা ছিল না। সে জীবনের সবচেয়ে বড় সখ পুর করে ফেলেছিল। সে তার পরিবারের সাথে খুব ঘুরত এবং সে তার কারের প্রতি খুবই যত্নবান ছিল। সামান্য নোংরাও সে লাগতে দিত না এবং প্রতিদিনই সে কারটিকে ধুয়ে পরিস্কার করে একদম নতুন করে ফেলত।



একদিন সকালে সে তার কারটিকে খুব যত্নের সাথে মনোযোগ দিয়ে ধুচ্ছিল, এমনকী টায়ার পর্যন্ত চমক দিচ্ছিল। আর তার পাঁচ বছরের ছেলেও সাথে ছিল, সেও বাবার সাথে সাথে ঘুরছিল আর বাবাকে কার ধুতে দেখছিল। কার ধুতে ধুতে হঠাৎ সে দেখল যে তার ছেলে শক্ত কিছু একটা দিয়ে কারের গায়ে ঘষে ঘষে কিছু লিখছে।



এটা দেখতেই তার মাথা গরম আগুন হয়ে গেল, এবং সে এত রেগে গেল যে ছেলেকে মারতে শুরু করে দিল। আর এত জোরে জোরে মারল যে মারের চোটে ছেলের হাত ভেঙে গেল। আসলে সে তার কার কে অত্যধিক ভালবাসত কেন না তার খুব সখের কার, সেই জন্য সে ছেলের ঐ দুষ্টুমি কে সহ্য করতে পারিনি।



 তারপর সে যখন একটু শান্ত হল, যখন তার রাগ পড়ে গেল, তখন সে ভাবল যে দেখি একবার কতটা দাগ করেছে। সে কারের কাছে গিয়ে দেখতেই তার মাথা ঘুরে গেল, তার নিজের উপর রাগ হতে লাগল, যে আমি কি করলাম, সে ছেলের লেখার উপর হাত রেখে দেখতে লাগল আর কাঁদতে লাগল, তার পস্তানোর শেষ থাকল না।




কারের গায়ে তার ছেলে ঘষে ঘষে লিখেছিল,,,












                                  Papa
                                     I
                                 Love
                                  You.



এই গল্পটা আমাদের শেখায় যে কারো বিষয়ে ভুল ধারনা করার আগে, বা কারো উপর রেগে যাওয়ার আগে, বা ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে, একবার এটা নিশ্চয় ভাবা দরকার যে সে এই কাজটা কেন করল, বা কি ভেবে করল। আর নাহলে আমাদের পস্তানোর শেষ থাকবে না।



ধন্যবাদ


                 ----------------------------------------





↪ related posts

↪ রাগ কে নিয়ন্ত্রণ করবেন কি ভাবে?

↪ tension এর গ্লাস!

↪ সঙ্গ দোষ!

↪ belive power!

Related Posts

: