Dr APJ Abdul Kalam Quotes In Bengali !

Post a Comment
ডঃ এ পি জে আব্দুল কালামের অমূল্য বচন ভারত রত্ন ডঃ এ পি জে আব্দুল কালাম এমন একজন ব্যক্তি যিনি নিজের সম্পূর্ণ জীবন দেশের সেবা করতে কাটিয়ে দিয়েছেন। যেমন একজন বৈজ্ঞানিকের রুপে দেশ কে মিসাইল টেকনোলজি তে বিশ্বের শক্তিশালী দেশের মধ্যে একটা করে দিয়েছেন, তেমনি একজন রাষ্ট্রপতির রুপে সমস্ত ভারত বাসি কে স্বপ্ন দেখার আর তাকে পুর করার প্রেরণা দিয়েছেন। তো আসুন আজ আমরা মহান দেশভক্ত, লেখক, এবং বৈজ্ঞানিক, মিসাইল ম্যানের অমূল্য বচন কে জানি।




                    ডাঃ আব্দুল কালাম আজাদ



1) শীর্ষ পর্যন্ত পৌঁছানোর জন্য ক্ষমতা চাই, তাতে মাউন্ট এভারেস্ট এরই হোক বা আপনার পেশার।

 2) আমরা কি জানি না যে আত্ম সম্মান আত্ম নির্ভরতার সাথে আসে।

 3) ইংরেজি খুব জরুরী কেন না বর্তমানে বিজ্ঞানের মূল কাজ ইংরেজিতে হয়, আমার বিশ্বাস আছে যে আগামী দুই দশকের মধ্যে বিজ্ঞানের মূল কাজ আমাদের ভাষাতে আসতে শুরু হয়ে যাবে, আর তখন আমরা জাপানি দের মত এগিয়ে যেতে পারব।

 4) ইশ্বর, আমাদের নির্মাতা আমাদের মস্তিষ্ক আর ব্যক্তিত্ব তে অসীমিত শক্তি আর ক্ষমতা দিয়েছে। ইশ্বরের প্রার্থনা আমাদের এই শক্তি গুলোকে বিকশিত করতে সাহায্য করে।

 5) মহান স্বপ্ন যে দেখে তার মহান স্বপ্ন নিশ্চয় পুর হয়। 

6) যদি কোন দেশ কে সুন্দর মন আর দূর্নীতি মুক্ত লোকের দেশ করতে চান, তাহলে আমি দৃঢ়তাপূর্বক মানি যে সমাজের তিন জন প্রমুখ সদস্য এইটা করতে পারবে। মাতা, পিতা এবং গুরু।

 7) যদি আমরা স্বতন্ত্র না হয় তাহলে কেউ আমাদের আদর করবে না।

 8) ভারতে আমরা শুধু মৃত্যু, রোগ, সন্ত্রাস আর অপরাধ এর বিষয়ে পড়ি।

 9) আসুন আমরা নিজেদের "আজ" কে বলিদান করে দিই যাতে আমাদের সন্তানদের "কাল" ভাল হয়।

 10) আকাশের দিকে তাকিয়ে দেখুন আমরা একলা নেই। সম্পূর্ণ ব্রহ্মাণ্ড আমাদের জন্য অনুকূল আছে, আর যারা স্বপ্ন দেখে আর পরিশ্রম করে তাদের প্রতিফল দেওয়ার জন্য চক্রান্ত করে।

 11) মানুষের অসুবিধার প্রয়োজন আছে, কেন না সফলতার আনন্দ নেওয়ার জন্য এটা জরুরী।

 12) কোন ধর্মেই সেটাকে ধরে রাখার জন্য আর বাড়ানোর জন্য অপরকে মারতে বলেনি।

 13) নিজের মিশনে সফল হতে গেলে আপনাকে নিজের লক্ষ্যের প্রতি একাগ্রতা এবং বিশ্বস্ত হতে হবে। 

14) এর আগে স্বপ্ন সত্যি হবে, আপনাকে স্বপ্ন দেখতে হবে।

 15) উৎকৃষ্টতা একটা একটানা প্রক্রিয়া কোন দুর্ঘটনা নেই।

 16) যদি তুমি সূর্যের মত চমক পেতে চাও, তাহলে প্রথমে সূর্যের মত জ্বলো।

 17) আমাদের হার মানা উচিত নয় আর আমাদের সমস্যা কে আমাদের হারাতে দিতে নেয়।

 18) যখন আমরা বাধার সম্মুখীন হয়, তখন আমরা নিজের সাহস আর উঠে দাঁড়ানোর শক্তির লুকিয়ে থাকা ভান্ডার কে খুঁজে পাই, যেটা আমরা জানি না যে আছে। আর কেবল মাত্র তখন যখন আমরা বিফল হয়, এটা অনুভব হয় যে শংশধন সব সময় আমাদের কাছেই ছিল। আমাদের শুধু ওটাকে খোঁজার আর এগিয়ে যাওয়ার প্রয়োজন হয়।

 19) ভারত কে একটা বিকশিত দেশে বদলাতে হবে, নৈতিক মূল্যের সাথে এক সমৃদ্ধ এবং স্বাস্থ্য দেশ।

 20) জীবন এক কঠিন খেলা। আপনি এক ব্যক্তি হিসেবে নিজের জন্মগত অধিকার কে ধরে রেখে এটাকে জিত তে পারবেন।

 21) আমার জন্য, নেতিবাচক অভিজ্ঞতা বলে কিছুই নেই।

 22) দেখুন ইশ্বর শুধু তাদেরই সাহায্য করে যারা কঠোর পরিশ্রম করে। এটা একদম স্পষ্ট সিদ্ধান্ত।

 23) কোন বিদ্যার্থীর বিশেষ প্রয়োজনের মধ্যে একটা হল প্রশ্ন করা। বিদ্যার্থী দের প্রশ্ন করতে দিন।

 24) বিজ্ঞান এটা প্রমাণ করেছে যে মানব শরীর লক্ষ লক্ষ পরমাণু দিয়ে তৈরি..উদাহরন স্বরূপ, আমি 5.8×10^27 পরমাণু দিয়ে তৈরি।

 25) বিজ্ঞান মানবতার জন্য একটা সুন্দর তোফা, আমাদের এটাকে নষ্ট করা উচিত না।

 26) এখন আঙুলের একটা ক্লিক করাতেই সমস্ত জানকারির উপলব্ধতা আমাকে আশ্চর্য করে দেয়।

 27) 2500 বছর ধরে ভারত কারো উপর আক্রমণ করেনি।

 28) রাষ্ট্র মানুষ কে মিলিয়ে তৈরি হয়। আর তার চেষ্টা দিয়ে, যে কোন রাষ্ট্র যা কিছু পেতে চাই সেটাকে প্রাপ্ত করতে পারে।

 29) আমরা একটা দেশের রুপে বিদেশী জিনিস কে নিয়ে এত ব্যাকুল কেন? এটা কি আমাদের ঔপনিবেশিক বছরের উত্তরাধীকারি? আমাদের বিদেশী টিভি সেট চাই। আমাদের বিদেশী জামা চাই। আমাদের বিদেশী টেকনোলজি চাই। আমদানী জিনিসের প্রতি এত ব্যাকুলতা কেন?

 30) যেখানে মনে পবিত্রতা হয় সেখানে ঘরে সামঞ্জস্য হয়, যখন ঘরে সামঞ্জস্য হয়, তখন দেশে একটা ব্যবস্থা হয়, যখন দেশে ব্যবস্থা হয় তখন পৃথিবীতে শান্তি হয়। 

31) শিক্ষার উদ্দেশ্য কৌশল আর বিশেষজ্ঞতার সাথে একজন ভাল মানুষ হওয়া..শিক্ষক দ্বারা উত্তম মানুষ তৈরি করা যেতে পারে।

 32) আমার জন্য, দুই রকম মানুষ আছে। যুবক আর অনুভবি।

 33) অর্থ ব্যবস্থা আমাকে নিরামিষাশী হতে বাধ্য করেছে, কিন্তু শেষে আমি এটাকে পছন্দ করতে লেগেছিলাম।

 34) লেখা আমার ভালবাসা। যদি আপনি কোন জিনিস কে ভালবাসেন, আপনি তার জন্য অনেক সময় বের করে নেন। আমি প্রতিদিন দুই ঘন্টা লিখি, সাধারণত আমি মধ্য রাত্রি থেকে শুরু করি, কখনো কখনো 11 টা থেকেও শুরু করি।

 35) আমার বার্তা, বিশেষ করে যুবকদের জন্য, যেন তারা আলাদা কিছু ভাবার সাহস রাখে, আবিষ্কার করার সাহস রাখে, অসম্ভব কে খোঁজার আর সমস্যা কে হারিয়ে সফল হওয়ার সাহস রাখে। এটা মহান গুণ এর জন্য তাদের নিশ্চয় কাজ করা দরকার। যুবকদের জন্য এটা আমার বাণী।

 36) প্রজ্বলিত বুদ্ধির বিরুদ্ধে কোন অনুমোদন দাঁড়াতে পারে না।

 37) ভবিষ্যতে সফলতার জন্য সৃজনশীল সবচেয়ে জরুরী, আর প্রাথমিক শিক্ষা হল সেই সময় যখন শিক্ষক ঐ স্তরে বাচ্চাদের মধ্যে সৃজনশীলতা আনতে পারে।

 38) যুদ্ধ কখনো কোন সমস্যার স্থায়ী সমাধান হয় না। 

39) মহান শিক্ষক জ্ঞান, আবেগ আর সমবেদনা দিয়ে নির্মিত হয়।

 40) সরকার, রাজ্যেরই হোক বা কেন্দ্রের, নির্বাচিত হয়েই তৈরি হয়। তার মানে আমাদের প্রত্যেকেরই জিম্মাদারি হল যে ঠিক ভাবে নেতার নির্বাচন করা।

 41) যদি এই চারটি কথার পালন করা যায় - মহান লক্ষ্য বানানো যায়, জ্ঞান অর্জন করা যায়, অত্যধিক পরিশ্রম করা যায়, আর দৃঢ় থাকা যায় - তাহলে যে কোন কিছু হাসিল করতে পারা যাবে।

 42) যখন একটা দেশ হাতিয়ার যুক্ত দেশের মধ্যে ঘিরে থাকে তখন তাকে নিজেকে তৈরি করতে হয়।

 43) বিয়ের বিষয়ে - এটা কোন প্রকারে হয়নি। এত বড় পরিবারের মধ্যে একজনের বিয়ে না হওয়া কোন অসুবিধার কারণ নেই।

 44) এমন অনেক মহিলা আছেন যারা সমাজে প্রচুর পরিবর্তন নিয়ে এসেছেন।

 45) রাষ্ট্রপতির রুপে একটা অত্যধিক কঠিন কাজ যেটা আমার কাছে ছিল সেটা হল আদালত দ্বারা দেওয়া মৃত্যুদন্ডের পুষ্টি করা।

 46) দূর্নীতির মত মন্দ কাজ কোথা থেকে উৎপত্তি হয়? এটা কখনো না শেষ হওয়া লোভ থেকে আসে। দূর্নীতি মুক্ত নৈতিক সমাজের জন্য লড়াই এই লোভের বিরুদ্ধে লড়তে হবে আর এটাকে "আমি কি দিতে পারব" এর ভাবনা দিয়ে বদলাতে হবে।

 47) ছোট লক্ষ্য হল অপরাধ।

 48) আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে যতক্ষন পর্যন্ত কেউ বিফলতার তিত ঔষধ না চেখে দেখে সে সফলতার জন্য পর্যাপ্ত আকাঙ্ক্ষা রাখতে পারে না।

 49) গ্রামীণ ক্ষমতার মাধ্যমে নতুন বাজার তৈরি করা যেতে পারে, যেটা রোজগার বৃদ্ধি করতে পারবে।

 50) ইশ্বর সব জায়গাতেই আছে। Freinds:- কালাম স্যারের জন্য প্রতিটি ভারতীয়দের মনে বিশেষ সম্মান আছে। তাই শুধু উনার বচন কে পড়লেই হবে না নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টাও করতে হবে।



 All the best 👍



                  ---------------------------------------





↪ related posts

↪ steve jobs speech in bengali !

↪ 800 টাকার চাকরি থেকে 10 লক্ষ কোটি টাকার কম্পানির মালিক!

↪ shiv khera quotes in bengali !

↪ ভগবান বাঁচাবে!

Related Posts

: