Abraham Lincoln Quotes In Bengali !

Post a Comment
আব্রাহাম লিঙ্কন সন 12.02.1809 kentucky, America তে জন্ম গ্রহণ করেন এবং সন 15.05.1865 তে Washington, D.C, America তে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উনার জীবন পৃথিবীর প্রতিটি মানুষের জন্য প্রেরণাদায়ক। হার কে কিভাবে স্বীকার করতে হয় এবং নিরাশ না হয়ে পুনঃ প্রয়াস কিভাবে করতে হয় উনি আমাদের শিখিয়ে গেছেন।

                             আব্রাহাম লিঙ্কন
                             (1809 - 1865)


 আব্রাহাম লিঙ্কন সন 1831এ ব্যবসায় বিফল হন। 32 এ তিনি State Legislator এর নির্বাচন হেরে যান। 33 এ আবার একটা ব্যবসা শুরু করেন কিন্তু তাতেও ব্যর্থ হন। 35 এ স্ত্রীর মৃত্যু হয়ে যা। 36 এ উনার স্নায়ুবৈকল্য (nervous breakdown) হয়ে যায়। 43 এ তিনি কংগ্রেসের তরফ থেকে নির্বাচন লড়লেন কিন্তু আবার হেরে গেলেন। 48 এ আবার চেষ্টা করলেন কিন্তু হেরে গেলেন। 55 তে তিনি Senate থেকে নির্বাচন লড়লেন কিন্তু জিততে পারবেন না। 56 তে উপ রাষ্ট্রপতি পদ থেকে নির্বাচনে অংশ নিলেন কিন্তু ব্যর্থ হলেন। 59 এ আবার Senate থেকে দাঁড়ালেন কিন্তু আবার হেরে গেলেন। 1860 সালে আব্রাহাম লিঙ্কন আমেরিকার ষষ্ঠদশম রাষ্ট্রপতি হলেন। আসুন আজকে আমরা ঐ মহান ব্যক্তি যার সামনে হার নিজে হার মেনে নিয়েছে, উনার জীবনের অমূল্য বচন কে জানি।



 1) কোন গাছ কে কাটতে আপনি আমাকে ছয় ঘন্টা সময় দিন আমি চার ঘন্টা কুড়ুলের ধার দিতে লাগাব।

-Abraham Lincoln

2) যদি আপনি একবার নিজের সাথি নাগরিক দের ভরসা ভেঙে দেন, তাহলে আপনি আর কখনোই তাদের সৎকার আর সম্মান পাবেন না।

-Abraham Lincoln

 3) বন্ধু সে, তার শত্রু ও সেই যে আপনার শত্রু।

-Abraham Lincoln

 4) মহিলা একমাত্র প্রাণী যাকে আমি এটা জেনেও যে সে আমার ক্ষতি করবে না, তবুও ভয় পাই।

-Abraham Lincoln

 5) প্রজাতন্ত্র হল মানুষের, মানুষের দ্বারা, মানুষের জন্য বানানো সরকার।

-Abraham Lincoln

 6) কুকুরের লেজ কে যদি পা বলা হয়, তাহলে কুকুরের কয়টি পা হল? চার। কেন না লেজ কে পা বললেই সেটা পা হয়ে যাবে না।

-Abraham Lincoln

 7) সব সময় মনে রাখবেন যে আপনার সফল হওয়ার সঙ্কল্প অন্য যে কোন সঙ্কল্পের থেকে অধিক গুরুত্বপূর্ণ। 

-Abraham Lincoln

8) শত্রুদের মিত্র করে আমি কি তাদের নষ্ট করছি না? 

-Abraham Lincoln

9) যদি শান্তি পেতে চান তাহলে লোকপ্রিয়তা থেকে বাঁচুন।

-Abraham Lincoln

 10) সাধারণ দেখতে মানুষই পৃথিবীর সবচেয়ে ভাল মানুষ হয়: আর এটাই কারণ যে ঈশ্বর এই ধরণের মানুষের নির্মাণ বেশি করেন।

-Abraham Lincoln

 11) মানুষের স্বাধীন চিন্তাধারা আর স্বাধীনতা ছিনিয়ে আপনি চরিত্র আর সাহসের নির্মাণ করতে পারবেন না।

-Abraham Lincoln

12) কার্যের অধিকতা থেকে বিরক্ত হওয়া ব্যক্তি, কখনো কোন বড় কার্য করতে পারবে না।

-Abraham Lincoln

 13) বিবাহ না তো স্বর্গ আর না নরক, ওটা শুধু একটা যন্ত্রণা।

-Abraham Lincoln

 14) মানুষ যত নিজের মন কে মানাতে পারবে তত খুশিতে থাকতে পারবে।

-Abraham Lincoln

 15) আপনি সকলের সাথে কিছু সময় পর্যন্ত আর কিছু লোকের সাথে সব সময় প্রতারণা করতে পারেন কিন্তু আপনি সকলের সাথে সব সময় প্রতারণা করতে পারবেন না।

-Abraham Lincoln

 16) তুমি যেমনই আছো, ভাল হও।

-Abraham Lincoln

 17) বিদ্যালয়ের একটা ঘরের একটা প্রজন্মের সিদ্ধান্ত আগামী সরকারের সিদ্ধান্ত হবে।

-Abraham Lincoln

 18) চরিত্র একটা বৃক্ষের মতো আর সম্মান তার ছায়া। আমরা ছায়ার বিষয়ে ভাবি; যেখানে বৃক্ষ আসল বিষয়।

-Abraham Lincoln

19) কোন ব্যক্তির এত স্মরণশক্তি হয় না যে সে একটা সফল মিথ্যুক হতে পারবে।

-Abraham Lincoln

 20) আপনি আজকে এদিক ওদিক করে কালকের কর্তব্য থেকে পালাতে পারবেন না।

-Abraham Lincoln

 21) বেশির ভাগ মানুষ অতটাই খুশি হয় সে যতটা নিজের মনে কল্পনা করে।

-Abraham Lincoln

 22) শেষে এইটা মহত্ত্ব রাখে না যে আপনার জীবনে কত বছর আছে বরং এইটা মহত্ত্ব রাখে যে আপনার বছর কতটা জীবন্ত আছে।

-Abraham Lincoln

 23) যে ব্যক্তি অপরকে স্বাধীনতা দিতে না চাই সে নিজেও এর যোগ্য নয়।

-Abraham Lincoln

 24) আমার চিন্তা এটা নাই যে আপনি বিফল হয়ে গেছেন, বরং এইটা যে আপনি আপনার বিফলতা তে সন্তুষ্ট হয়ে যাননি তো?

-Abraham Lincoln

 25) কিছু ব্যক্তি দ্বারা অত্যধিক সফলতা অর্জন করা এই কথাটার পরিণাম যে বাকি লোকও এটা পেতে পারে।

-Abraham Lincoln



ধন্যবাদ!



                     ----------------------------------

Related Posts

: