জীবনে সফল হওয়ার 15 টি উক্তি!

Post a Comment
              সফলতা অর্জন করার 15 টি উক্তি 



হয়তো পৃথিবীতে এমন কেউ নেই যে সুখের জীবন কাটাতে চাই না, সবাই চাই যে তার কাছে সেই সব কিছু থাকুক যেগুলো সে নিজের মনে ভাবে। যেন কোন জিনিসের অভাব না থাকে, এমন হতে পারে। কিন্তু শুধু ভাবলেই হবেনা, তার সাথে পরিশ্রম ও করতে হবে, এবং ধৈর্য ধরতে হবে তাহলে সফলতা নিশ্চয়ই পাবেন।


 মানুষ তার জন্ম থেকে নয়, কর্ম থেকে মহান হয়, যদি আপনি এই কথা টিকে মেনে নেন তাহলে আপনাকে কেউ হারাতে পারবেনা, কেননা কর্ম এমনই একটি জিনিস যার দ্বারা আমরা যেকোন ক্ষেত্রে সফল হতে পারি । আজ এই post টিতে আমি আপনাদের সাথে এমন 15 টি মহাপুরুষগনের উক্তি শেয়ার করবো যে গুলোর দ্বারা আপনি যে কোন ক্ষেত্রে সফল হতে পারবেন।



         সব ক্ষেত্রে success হওয়ার 15 best tips


 1:- যদি আপনার কোন degree না থাকে সেটা আপনার জন্য লাভজনক, যদি আপনি doctor বা engineer হন, তাহলে আপনাকে একই কাজ করতে হবে, আর যদি আপনার কাছে কোন degree না থাকে, তাহলে আপনি যা খুশী তাই করতে পারবেন।


 2:- জীবনে বিপদ আমাদের ধংস করতে আসেনা, বরং আমাদের ভিতরে লুকানো শক্তি কে বাইরে বের করতে সাহায্য করে।


 3:- সঙ্কট কে জানিয়ে দিন যে আপনি ওর থেকে বেশি শক্ত, আর ও আপনাকে কোন দিন হারাতে পারবে না । 


4:- আপনার স্বপ্ন কে বাঁচিয়ে রাখুন, যদি আপনার স্বপ্নের আগুন নিভে যায়, তাহলে জানাবেন যে আপনি বেঁচে থাকতে থাকতেই আত্মহত্যা করে নিয়েছেন।


 5:- বৃষ্টি শুরু হলেই সমস্ত পাখিরা নিজের নিজের বাসায় ফিরে যাই, কিন্তু বাজ পাখি বৃষ্টিকে হারিয়ে বৃষ্টির মধ্যে উড়ে দেখাই।


6:- বিপদ থেকে ভয়ে পালানো নুতন বিপদ কে নিমন্ত্রণ দেবার সমান, জীবনে সময় সময় সমস্যার সম্মুখীন হতে হয়, এটাই জীবনের সত্য, একটা শান্ত সমুদ্রের নাবিক কখনোই কুশল নাবিক হতে পারে না।


7:- যদি আপনি ঐ কথা বা পরিস্থিতি টিকে ভেবে খুব চিন্তিত হয়ে পড়েন, যেটা আপনার নিয়ন্ত্রণে নেই, তাহলে আপনি আপনার সময় আর ভবিষ্যত দুটোই নষ্ট করছেন


8:- যদি সময় থাকতে আপনি আপনার ভুল স্বীকার না করেন, তাহলে আর একটা ভুল করতে চলেছেন, নিজের ভুল থেকে তখনই কিছু শিখতে পারবেন, যখন ভুল কে স্বীকার করবেন।


9:- এই পৃথিবীতে impossible বলে কিছুই হয়না, আমরা সেই সব কিছু করতে পারি যেটা আমরা ভাবতে পারি, আর আমরা সেই সব ভাবতে পারি, যেটা এখনও পর্যন্ত কেউ ভাবতে পারেনি।


10:- বিশ্বাস পাথর কে ভগবান বানাতে পারে, আর সন্দেহ ভগবানের মত মানুষ কে পাথর বর্ষাতে পারে । 


11:- যখন আপনি জন্মে ছিলেন তখন আপনি কেঁদে ছিলেন আর দুনিয়া জশ্ন মানিয়ে ছিল, তাই জীবনে এমন কিছু করুন, যেন আপনার মৃত্যুতে দুনিয়া কাঁদবে আর আপনি জশ্ন মানাবেন।


12:- জীবন এক cricket খেলার মত, যদি batsman target অনুসারে run না বানাই, তাহলে লক্ষ পর্যন্ত পৌছাতে পৌছাতে over শেষ হয়ে যেতে পারে।


13:- যদি কোন কাজ করার সাহস না করতে পারেন, তাহলে জেদ করে নিন।


14:- আপনি এটা বলতে পারেন না যে আপনার কাছে সময় নেই, কেননা আপনি ও সারাদিনে অতটাই সময় পান যতটা মহান বা successful লোকে পাই।


15:- যদি কোন কাজ করার জন্য আপনি পারব বা পারব না বলেন, তো দুই ক্ষেত্রেই আপনি সঠিক বলেছেন, কেননা যদি আপনি বলেন পারব তো নিশ্চয় পারবেন, আর যদি বলেন পারবনা তো কোন দিনও আপনি পারবেন না।



এই কথন গুলো সবই মহান successful ব্যক্তিদের এক সাথে সংগ্রহ করা হয়েছে । এগুলো কে নিজের জীবনে প্রয়োগ করুন আর success এর সিড়ি চরতে থাকুন..



 All the best



                    ----------------------------------





↪ related posts

↪ বিপদের সম্মুখীন!

↪ কর্মের ফল!

↪ sandeep maheshwari quotes in bengali !

↪ believe!

Related Posts

: