jack ma এর success story
↪ related posts
↪ কোটিপতি হতে চান তো চাকরি ছাড়ুন!
↪ failure to success!
↪ problem to opportunity!
↪ ধনী হওয়ার নিয়ম!
এটা এমন একজন মানুষের কাহিনী যে জীবনে বহু বার ঠোকর খেয়েছে এবং fail হয়েছে, তবুও সে হার মানেনি। যে কখনো একজন tour guide এর রুপে কাজ করেছেন এবং যে মাসে 800 টাকা বেতনে চাকরি করতেন আজকে সে 130,000 কোটি টাকার সম্পত্তির সাথে চীনের সব থেকে ধনী ব্যক্তি হয়ে গেছেন।
এই কাহিনী টি হচ্ছে e-commerce company alibaba.com এর funder jack ma এর। উনার জন্ম 15 Oct 1964 তে একজন লেখকের ঘরে hangzhou, zhejiang, China তে হয়েছিল। জীবনে বহু বার ফেল হয়েছেন Jack ma, Jack স্কুলের শিক্ষার থেকে বেশি বিফলতা থেকে শিখেছেন।
আপনি হয়ত শুনে আশ্চর্য হবেন যে তিনি পড়াশোনায় একদমই কমজোর ছিলেন, উনি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিক্ষায় 2বার এবং মাধ্যমিক পরীক্ষায় 3বার ফেলে হয়েছিলেন। Jack এর english শেখার খুব ইচ্ছা ছিল, তাই স্কুলের সময়েই একজন tour guide এর রুপে কাজ করতেন, যাতে কিছু পয়সা উপার্জনের সাথে english টাও ভাল করে শেখা যায়।
স্কুলের পর Jack কলেজের জন্য আবেদন করলেন, কিন্তু কলেজের প্রবেশ পরিক্ষাতেই 3বার ফেল হয়ে গেলেন। উনি হাভার্ড বিশ্ব বিদ্যালয়ে প্রবেশের জন্য 10বার আবেদন করেছিলেন কিন্তু একবারও সফল হতে পারেন নি। শেষে hangzhou তেই teacher institute এ সুযোগ পেয়ে ছিলেন। হয়তো আপনি ভাববেন যে এত বড় কম্পানির সংস্থাপক, গণিত নিশ্চয় খুব সহজ হবে উনার কাছে। কিন্তু কলেজে একবার গণিত পরিক্ষায় 120র মধ্যে মাত্র 1 পেয়েছিলেন।
Jack নিজে বলছেন:-
"আমি গণিতে একদম ভালো না, কখনও management এর বিষয়েও পড়িনি, আর এখনো পর্যন্ত আমি accounting report দেখতে পারি না"।
30 টি company reject করছে চাকরির জন্য।
কলেজ শেষ করার পর কম করে 30 টি comany তে চাকরির জন্য আবেদন করেছিলেন, আর সবাই উনাকে reject করে দিয়ে ছিল।
jack বলছেন:-
"আমি পুলিশের চাকরির জন্য একবার apply করেছিলাম, আমাকে এই বলে অস্বীকার করে দিয়েছিল যে আমি এর যোগ্য নেই"।
"আমাদের শহরে যখন KFC comany store খুললো, তখন আমি KFC তে চাকরির জন্য apply করলাম, total 24 জন apply করেছিল, তার মধ্যে 23 জনের আবেদন স্বীকার করলো, শুধু আমি ছাড়া"।
শেষ পর্যন্ত jack একটা শিক্ষকের চাকরি পেল 800 টাকা বেতনে।
তারপর যখন উনি একজন translator এর রূপে কাজ শুরু করলেন তখন উনি একবার America যাওয়ার সুযোগ পেলেন। আর ঐখানেই প্রথম বার সন 1995 এ Internet এর বিষয়ে জানলেন।
Internet এর জগতে প্রথম পা।
Internet কে জানার পর প্রথমে চিনের বিয়র এর জানকারি দেওয়ার জন্য chinapage নামে একটি website শুরু করলেন। কিন্তু শেষ পর্যন্ত অর্থ বিনিয়োগ বা আরও অন্য কারণে বন্ধ করে দিতে হয়ে ছিল।
আলিবাবার শুরু আর সফলতা।
Chinapage এর বিফলতার পর Jack সম্পূর্ণ কিছু আলাদা করার বিষয়ে ভাবলেন। আর এমন একটা website স্থাপনা করার কথা ভাবলেন যেখানে আলাদা আলাদা ব্যাবসায়ি দের বাজারের জন্য একটা খাস portal প্রদান করা যায়, আর যেখানে পৃথিবীর বিভিন্ন জায়গার নির্যাতকেরা নিজের উৎপাদনের একটা বিস্তৃত সূচী তৈরি করতে পারে। আর এই website টার নাম দিলেন alibaba.com।
প্রথমে alibaba তে বিনিয়োগের জন্য jack, silicon valley র কাছে গেলেন, যেখান থেকে শুধু নিরাশা হাতে এল। এমন কি silicon valley তে অনেকেই jack এর এই পরিকল্পনা কে লোকসান এর business model বলেছিল। কিন্তু Jack হার মানেন নি, আর শীঘ্রই সেই সময় ও এসে গেল যখন দুই টি বড় বড় company goldman shaks আর softbank 25 millions dollars বিনিয়োগ করল alibaba.com এ।
কিন্তু এত কিছুতেও যখন alibaba থেকে তেমন লাভ হচ্ছে না দেখে Jack আর উনার team মিলে taobao নামের একটি নিলামি website শুরু করল। যেখানে যেকোন জিনিস এর নিলাম বিনামূল্যে করা হত। এই site টার নির্মাণ সব থেকে বড় e-commerce comany eBay কে হারানোর জন্য করা হয়েছিল, যার তখন চীনের নিলামি বাজারে সব চেয়ে বেশি প্রভাব ছিল।
taobao তে বিনামূল্যে সেবা প্রদান করার জন্য alibaba তে ভারি আর্থিক সঙ্কট আসতে লাগল। আর এই সঙ্কট থেকে বাঁচার জন্য jack অনেক value added সেবা উপলব্ধ করাতে লাগলেন। আর 5 বছরের মধ্যেই eBay কে চীনের বাজার থেকে পা পিছিয়ে নিতে হল। নিজের থেকে অনেক বড় প্রতিদ্বন্দি দের সাথে লড়তে যেন Jack এর আনন্দ প্রাপ্ত হত।
এই বিষয়ে jack বলেন:-
"যদি eBay সমুদ্রের shark হয়, তাহলে আমরাও yangzhi নদীর কুমির"
এর পরেও এই company অনেক সঙ্কট কে পার করেছে। এমন একটা সময় ও এসেছে যখন এই company দেওলিয়া হওয়া থেকে সামান্য দূরে ছিল, কিন্তু Jack ma এর দৃঢ় সংকল্প, দূরদর্শিতা আর অসাধারন নেতৃত্বের ফলে না শুধু ঐ সঙ্কট থেকে বেরিয়েছে বরং খুব শীঘ্রই সফলতার শীর্ষে পৌঁছেছে।
2013 তে 10 লক্ষ কোটি টাকার ipo র সাথে us market এ সবচেয়ে বড় ipo company করে দেখিয়েছেন। আর শুধু Jack এর সম্পত্তিই তখন 23 billions এর থেকেও বেশি ছিল। এই সফলতার কারণ শুধু Jack ma এর যোগ্যতা আর কখনো হার না মানার জেদ ছিল। যেটা উনার নিজের কথা থেকেই বোঝা যাই, যে কথাটা উনি উনার team এর উৎসাহ জাগানোর জন্য বলতেন:-
"আমরা সফল হবোই, কেননা আমরা কখনো হার মানি না"
ধন্যবাদ!!
---------------------------------------
↪ related posts
↪ কোটিপতি হতে চান তো চাকরি ছাড়ুন!
↪ failure to success!
↪ problem to opportunity!
↪ ধনী হওয়ার নিয়ম!
: