Engineering করার পর জুতা পালিশের কাহিনী!

Post a Comment
          sandeep gajakas এর success story




শুনতে অবাক লাগলেও এটা একদম সত্যি। আর এটা করেছেন mumbai এর sandeep gajakas। যিনি engineering কে ছেড়ে নিজের কিছু করার কথা ভাবলেন, আর এমন একটা কাজ করার কথা ভাবলেন, যেটা হয়ত কেউ করতে চাইবে না তাতে যত কষ্টের মধ্যেই থাক না কেন।



আর সেটা হল shue polishing & repairing। Sandeep ভারতের প্রথম জুতা polishing & repairing এর business শুরু করলেন। আর দেখতে দেখতেই আজকে উনার company ভারতের 10টি রাজ্যে পৌঁছে গেছে। আর শুধু এই নই Sandeep এর company অনেক বড় বড় বিখ্যাত brand puma, reebok, Nike, fila বা আরো অন্যান্য company দের সাথে জড়িত আছে।



Engineering করার পর sandeep কাজের জন্য gulf country যাওয়ার ব্যবস্থা করছিলেন। আর সেই সময়েই আমেরিকায় 9/11 জঙ্গি হামলা হয়ে গেল। সেই জন্য sandeep বিদেশে যাওয়ার আশা ছেড়ে দিলেন। আর shue laundry শুরু করার মতামত করলেন। 



Sandeep যখন এই plan টা পরিবারের সদস্যদের শোনালেন, তখন পরিবারের কেউ রাজি হননি। আর রাজি না হওয়ারই কথা। কেনো না পৃথিবীতে কোথায় এমন মাতা-পিতা আছে যে নিজের সন্তান কে engineering ছেড়ে shue polishing & repairing করতে দেখতে চাইবে। কিন্তু sandeep সারা পৃথিবীর পরোয়া না করে শুধু নিজের মনের কথা শুনেছেন।



মাত্র 12000 টাকা নিয়ে business নেমে পরলেন, আর প্রথমে নিজের বাথরুম কে workshop বানিয়ে বন্ধু এবং আত্মীয় দের shue polishing & repairing এর কাজ শুরু করে দিলেন। আস্তে আস্তে উনার মেহনত সংঘর্ষের দিকে বাড়তে লাগলো। আর sandeep সেই সংঘর্ষ করতে লাগলেন এবং সেই সংঘর্ষ একদিন সফলতাই বদলে গেল।


Sandeep বলছেন :- "আমি বেশির ভাগ সময়ই reserch করতাম, কেনো না আমি এমন একটা innovative তরিকা খুঁজ ছিলাম যার দ্বারা পুরাতন জুতা কে একদম নতুন করে দেওয়া যাই সেই জন্য আমি প্রথমে ফেল হতে শিখেছি, আর সেই তরিকা খুজে ফেলেছি যেটার আমার দরকার ছিল। আর শেষ পর্যন্ত আমি 2003 এ ভারতের প্রথম 'The shue laundry company' শুরু করেছি"।



Sandeep এই company 2003 এ শুরু করে ছিলেন। আর উনার মেহনত আর যোগ্যতার কারণে আজকে উনার companyর বার্ষিক turnover 2 কোটি টাকার ও বেশি। এবং ভারতের অনেক রাজ্যে উনার companyর franchisees শুরু হয়ে গেছে । এবং আরো দ্রুত গতিতে বাড়তে চলেছে...!!



ধন্যবাদ!



                   ------------------------------------





↪ related posts

↪ experience quotes in bengali !

↪ রাগ কে নিয়ন্ত্রণ করবেন কি ভাবে?

↪ সফলতার রহস্য!

↪ শেষ ধাপ!

Related Posts

: