Believe! বিশ্বাস!

Post a Comment
                            অটুট বিশ্বাস



জীবনে আমরা যখন বিপদের মধ্যে থাকি, যখন পরিস্থিতি অনুকূল থাকে না, যখন বিপদের চক্র কে ভেদ করা কঠিন হয়ে পড়ে, সবাই সাথে ছেড়ে দেয়, বুদ্ধি তো যেন ভ্রমিত হয়ে যায়, কি করব কিছুই বুঝতে পারি না, তো কেমন করে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব?

কেমন করে আবার জীবন কে সহজ, সুখী, সফল, ও সন্তুষ্ট করব?

উত্তর খুবই সংক্ষিপ্ত, শুধু নিজের অটুট বিশ্বাস কে না হারিয়ে।


বিশ্বাস সেই জ্ঞানের প্রতি যেটা মানব জাতিকে অবগত করায় এই সত্য থেকে, যে ভোরে সূর্য উঠার আগের অন্ধকার সবচেয়ে বেশি ঘন হয়, যার মানে আর সকাল হতে বেশি দেরী নাই।



জীবনে সেই নিজের লক্ষ্য কে প্রাপ্ত করতে পারে, যে একজন বিশ্বাসী এবং অনুভবি ব্যক্তির নির্দেশে, সঠিক পথে চলে, উচিত সুযোগ কে ব্যবহার করে, উদ্দেশ্য কে প্রতিক্ষণ স্মৃতিতে রেখে, সফলতা বিফলতার চিন্তা থেকে মুক্ত হয়ে, যে বিশ্বাসের সাথে এগিয়ে যায়।



আর যদি সে সফল হয় তাহলে তার জীবন আনন্দে ভরে যায়, আর যদি বিফল ও হয় তার বিশ্বাস ভাঙে না। কেন না তার কর্মের প্রতি ন্যায় আর সত্যতা তার বিশ্বাস কে আরো বেশি মজবুত করে দেয়। নিজের প্রতি বিশ্বাস তাকে আবার প্রয়াস করার জন্য প্রেরণা দেয়, বিশ্বাস তার অক্ষুণ্ণ শক্তি হয়ে তার যোজনা কে পুরো করার জন্য আত্মার আওয়াজ হয়ে তাকে সাবধান করতে থাকে। ইশ্বর ও কোন না কোন রুপে তাকে সাহায্য করতে থাকে, পরিস্থিতি অনুকূল হতে থাকে কেন না এখন সে আর তাড়াতাড়ি বিরক্ত হয় না, আর সে প্রগতির পথে স্বয়ং প্রশস্ত হতে থাকে।




Friends :- যদি আমরা আমাদের শক্তির অপব্যয় বা ব্যর্থ করার কারণ কে জেনে নিতে পারি, তাহলে এই সুরক্ষিত শক্তি আমাদের ঠিক তেমনি জীবনের বিপদ থেকে উদ্ধার করবে, যেমন কোন সমূদ্রের মাঝে একটা ছোট নৌকা তার উপর চড়ে থাকা ব্যক্তিকে ডুবে যাওয়া থেকে বাঁচাই।


আমাদের ভিতরেই ইশ্বর সেই শক্তির "power house" কে নির্মাণ করেছে, যেটা প্রতিক্ষণ আমাদের পথ প্রকাশিত করতে থাকে। যদি আমরা তার উপর বিশ্বাস না করি, নিজের চোখ বন্ধ করে নিই তাহলে প্রকাশের কি দোষ। তাই সেই শক্তি কে চিনে তার উপর বিশ্বাস রেখে সব সময়ই তাকে বিপদের সময় প্রয়োগ করুন তাহলে কখনো জীবন বিপজ্জনক লাগবে না!!! 



"আমাদের মধ্যে কেউ জানে না যে আগামী মূহুর্তে কি হবে, তাও এগিয়ে যায়।

কেন না আমরা ভরসা করি, কেন না আমাদের ভিতরে বিশ্বাস আছে"

 -Paulo Coelho



ধন্যবাদ



                   ------------------------------------





↪ related posts

↪ steve jobs speech in bengali !

↪ failure to success!

↪ tension এর গ্লাস!

↪ ভগবান বাঁচাবে!

Related Posts

: