বিশ্বাস / ভরসা
1) আপনার মধ্যে এতটা সাহস আছে যে ভালবাসার উপর আরো একবার ভরসা করবেন, আর সব সময়ই আরো একবার।
-Maya angelou
2) আমাদের মধ্যে কেউ জানে না যে আগামী মুহূর্তে কি হবে, তবুও আমরা এগিয়ে যায়। কেন না আমরা ভরসা করি। কেন না আমাদের মধ্যে আস্থা আছে।
-Paulo Coelho
3) আমাদের সবারই কখনো না কখনো ভুল হয়; কখনো কখনো আমরা ভুল জিনিস করি, এমন জিনিস যার পরিণাম খারাপ হয়। কিন্তু তার মানে এটা নয় যে আমরা খারাপ, বা এরপরে আমাদের উপর আর কখনো ভরসা করা যাবে না।
-Alison Croggon
4) কারো সেই মহিলার উপরে ভরসা করা উচিত না যে নিজের ঠিক বয়স বলে দেয়। যে এইটা বলতে পারে সে যে কোন কিছু বলতে পারে।
-Oscar Wilde
5) সকল কে ভালবাস, কিছু লোকের উপর ভরসা কর, কারো সাথে খারাপ কিছু কর না।
-william Shakespeare
6) আমি এর জন্য মর্মাহত নেই যে তুমি আমাকে মিথ্যা বলেছ। আমি মর্মাহত যে আমি আর তোমার উপর ভরসা করতে পারব না।
-Friedrich Nietzsche
7) আমি তাদের উপর ভরসা করি না যারা নিজেকে ভালবাসে না তবুও আমাকে বলে যে "আমি তোমাকে ভালোবাসি"। একটা আফ্রিকার প্রবাদ বাক্য আছে যে- "যখন কোন উলঙ্গ ব্যক্তি নিজের জামা দেয় তখন তার থেকে সাবধান থাকা উচিত"।
-Maya angelou
8) মিথ্যা বলার প্রত্যেকটি ভাল কারণের বদলে সত্যি বলার তার থেকে অনেক বেশি ভাল কারণ থাকে।
-Bo Bennett
9) বিশ্বাস ঘাত হওয়ার আগে, বিশ্বাস থাকতে হবে।
-Suzanne Collins
10) বিশ্বাস করা প্রেম করার থেকে বড় প্রশংসা।
-George MacDonald
11) ভরসা করা শেখা জীবনের সবচেয়ে কঠিন কার্যের মধ্যে একটা।
-issac watts
12) ইশ্বর কে নিয়ে প্রশ্ন করা ছাড়ো আর তার উপর ভরসা করা শুরু করো।
-Joil Osteen
13) যতক্ষণে সত্যি জুতো পরবে ততক্ষণে মিথ্যা অর্ধেক পৃথিবী ঘুরে আসতে পারবে।
-Charles Spurgeon
14) কখনো এমন ব্যক্তির উপর ভরসা করবেন না যার সেইটা চাই যেটা আপনার কাছে আছে। বন্ধু হোক বা না হোক, জ্বলন একটা অভিভূতকারী আবেগ।
-Eubie Blake
15) সবথেকে জরুরী জিনিস যেটা আমি শিখেছি সেটা হল প্রতিটি পরিস্থিতিতে ইশ্বরের উপর ভরসা করা।
-Allyson felix
16) যে শ্রদ্ধাটা ধর্মের জন্য ঐ বিশ্বাসটাই মানবিক সম্মন্ধের জন্য। এটা শুরু করার বিন্দু, এমন ভিত যার উপর অধিক নির্মাণ করা যেতে পারে। যেখানে বিশ্বাস আছে, সেখানে প্রেম আরো বৃদ্ধি পেতে থাকে।
-Barbara Smith
17) নিজের উপর ভরসা করুন, তখন আপনি জানতে পারবেন যে কেমন ভাবে বাঁচতে হয়।
-John Wolfgang von Goethe
18) বিশ্বাস রাখো, তুমি যতটা ভাবো তার থেকে বেশি জানো।
-Benjamin Spock
19) যে ব্যক্তি কারো উপর ভরসা করে না সে কারো দ্বারা ভরসা না করার উপযুক্ত।
-Harold MacMillan
20) আপনি জলের উপর ভরসা করতে পারবেন না: এমনকি একটা সোজা লাঠি ও বাঁকা দেখায়।
-W.C Fields
21) যখন আমি যৌক্তিক হয়, আর নিজের সহজ জ্ঞানের উপর ভরসা করি না তখনি আমি বিপদে পড়ে যায়।
-Angelina Jolie
22) যে কাজ কে ভালবাস তার উপর ভরসা রাখ, সেটা করতেই থাক, আর সে তোমাকে ঐখানে নিয়ে যাবে যেখানে তোমার যাওয়ার প্রয়োজন।
-Natalie Goldberg
23) সবথেকে জরুরী কথা যেটা আমি এই লম্বা জীবন থেকে শিখেছি সেটা হল কোন ব্যক্তি কে বিশ্বাসী করার একটাই নিয়ম আছে যে তার উপর বিশ্বাস করুন; আর কাউকে অবিশ্বাসী করার পাক্কা নিয়ম হল তার উপর বিশ্বাস না করা।
-Henry L. Stimson
24) খুব দূরে থাকা স্বামীর উপর কখনই ভরসা করবেন না, আর না খুব কাছে থাকা অবিবাহিত পুরুষের উপর।
-Helen Rowland
25) বাহ্য রুপের উপর বেশি ভরসা করবেন না।
-Virgil
26) কারো উপর সম্পূর্ণ ভাবে ভরসা করা আনন্দিত করে।
-Jeff Goldblum
27) নিজের স্মরণশক্তির উপর ভরসা করবেন না; এটা একটা ছিদ্রযুক্ত জাল; সবথেকে সুন্দর উপহার এর মধ্যে দিয়ে গলে যায়।
-George Duhamel
28) আপনাকে কোন না কোন জিনিসের উপর বিশ্বাস করতেই হবে - আপনার সাহসে, আপনার ভাগ্যে, আপনার জীবনে, বা আপনার কর্মে।
-Steve Jobs
29) প্রেমের সবচেয়ে ভালো প্রমাণ হল বিশ্বাস।
-Joyce Brothers
30) কারো উপর ভরসা করা যাবে কি না এটা জানার সবথেকে ভালো তরিকা হল তার উপর ভরসা করা।
-Ernest Hemingby
31) সে যে বেশি ভরসা করে না, তার উপর ভরসা করা যাবে না।
-Lao Tzu
32) খুব বেশি ভরসা করার জন্য হয়ত আপনি প্রতারিত হতে পারেন, কিন্তু যদি আপনি পর্যাপ্ত ভরসা না করেন তাহলে যন্ত্রণার মধ্যে বাঁচবেন।
-Frank Crane
33) শুধু একজন ফরসা ব্যক্তি যার উপর আপনি বিশ্বাস করতে পারবেন আর সে হল মরে যাওয়া ফরসা ব্যক্তি।
-Robert Mugabe
34) বিশ্বাস করুন, কিন্তু যাচাই করে নিন।
-Ronald Reagan
35) বুদ্ধি সময় সময় প্রতারণা করে; আর এটা বিচক্ষণ যে, যে তোমাকে একবারও প্রতারিত করেছে তার উপর কখনই সম্পূর্ণ ভরসা করবেন না।
-Rene Descartes
36) বিশ্বাস জীবনের আঠা। এটা যোগাযোগের সবচেয়ে অপরিহার্য উপাদান। এটা সমস্ত সম্পর্ক কে জুড়ে রাখার মূল সিদ্ধান্ত।
-Stephen Covey
37) আমি কারো উপর ভরসা করি না, এমনকি নিজের উপরও না।
-Joseph Stalin
38) অপরের উপর ভরসা করা ভাল, কিন্তু না করা আরো বেশি ভাল।
-Benito Mussolini
39) বিশ্বাস অর্জন করতে হয়, আর এটা সময় কাটার সাথে আসা দরকার।
-Arthur Ashe
40) মানুষ আপনার জীবনে আসে আর চলে যায়...শুধু আপনাকে ভরসা করতে হয় যে জীবন আপনার জন্য একটা রাস্তা তৈরি করে রেখেছে।
-Orlando Bloom
41) আপনাকে মানুষের উপর বিশ্বাস আর ভরসা করতেই হবে নাহলে জীবন অসম্ভব হয়ে যাবে।
-Anton Chekhov
42) বিশ্বাস মরে যায় কিন্তু অবিশ্বাস বিকশিত হতে থাকে।
-Sophocles
43) বিশ্বাস স্থিরতার সাথে তৈরি হয়।
-Lincoln Chafee
44) যেখানে বড় টাকার কথা হয়, সেখানে কারো উপর ভরসা করা উচিত না।
-Agatha Christie
45) নিজের ভরসা টাকাই রেখো না, বরং নিজের টাকা ভরসার মধ্যে রাখো।
-Oliver Wendell Holmes
46) জীবন একটা উপহার, শুধু ভরসা কর একটা বাচ্চার মত।
-Anne Morrow Lindbergh
47) জীবনে যা কিছুই হয় ভালোর জন্য - শুধু তাতে বিশ্বাস রাখো।
-Orlando bloom
48) বিশ্বাস আর আস্থা এক না। এমন কোন বন্ধু থাকে যার উপর আপনি ভরসা করেন। কারো উপর আস্থা রাখা একটা ভুল।
-Christopher Hithens
49) কখনো বিপদে থাকা ব্যক্তির পরামর্শে বিশ্বাস করবেন না।
-Aesop
50) জিম্মাদারী তাকে দেওয়া হয় যার উপর ভরসা থাকে। জিম্মাদারী সব সময় ভরসার সঙ্কেত হয়।
-James Cash Penny
51) ভরসা করা খুব মুশকিল। এটা জানা যে কার উপর ভরসা করব, আরো বেশি মুশকিল।
-Maria V. Snyder
52) ভরসা সত্যের সাথে শুরু হয় আর সত্যের সাথেই শেষ।
-Santosh Kalwar
53) শান্তি আর বিশ্বাস তৈরি হতে কয়েক বছর লাগে আর ভাঙতে কিছু সেকেন্ড।
-Mahogany SilverRain
ধন্যবাদ!
------------------------------------
↪ related posts
↪ dr apj abdul kalam quotes!
↪ sandeep maheshwari quotes!
↪ life-game of thoughts!
↪ chetan bhagat speech in bengali !
1) আপনার মধ্যে এতটা সাহস আছে যে ভালবাসার উপর আরো একবার ভরসা করবেন, আর সব সময়ই আরো একবার।
-Maya angelou
2) আমাদের মধ্যে কেউ জানে না যে আগামী মুহূর্তে কি হবে, তবুও আমরা এগিয়ে যায়। কেন না আমরা ভরসা করি। কেন না আমাদের মধ্যে আস্থা আছে।
-Paulo Coelho
3) আমাদের সবারই কখনো না কখনো ভুল হয়; কখনো কখনো আমরা ভুল জিনিস করি, এমন জিনিস যার পরিণাম খারাপ হয়। কিন্তু তার মানে এটা নয় যে আমরা খারাপ, বা এরপরে আমাদের উপর আর কখনো ভরসা করা যাবে না।
-Alison Croggon
4) কারো সেই মহিলার উপরে ভরসা করা উচিত না যে নিজের ঠিক বয়স বলে দেয়। যে এইটা বলতে পারে সে যে কোন কিছু বলতে পারে।
-Oscar Wilde
5) সকল কে ভালবাস, কিছু লোকের উপর ভরসা কর, কারো সাথে খারাপ কিছু কর না।
-william Shakespeare
6) আমি এর জন্য মর্মাহত নেই যে তুমি আমাকে মিথ্যা বলেছ। আমি মর্মাহত যে আমি আর তোমার উপর ভরসা করতে পারব না।
-Friedrich Nietzsche
7) আমি তাদের উপর ভরসা করি না যারা নিজেকে ভালবাসে না তবুও আমাকে বলে যে "আমি তোমাকে ভালোবাসি"। একটা আফ্রিকার প্রবাদ বাক্য আছে যে- "যখন কোন উলঙ্গ ব্যক্তি নিজের জামা দেয় তখন তার থেকে সাবধান থাকা উচিত"।
-Maya angelou
8) মিথ্যা বলার প্রত্যেকটি ভাল কারণের বদলে সত্যি বলার তার থেকে অনেক বেশি ভাল কারণ থাকে।
-Bo Bennett
9) বিশ্বাস ঘাত হওয়ার আগে, বিশ্বাস থাকতে হবে।
-Suzanne Collins
10) বিশ্বাস করা প্রেম করার থেকে বড় প্রশংসা।
-George MacDonald
11) ভরসা করা শেখা জীবনের সবচেয়ে কঠিন কার্যের মধ্যে একটা।
-issac watts
12) ইশ্বর কে নিয়ে প্রশ্ন করা ছাড়ো আর তার উপর ভরসা করা শুরু করো।
-Joil Osteen
13) যতক্ষণে সত্যি জুতো পরবে ততক্ষণে মিথ্যা অর্ধেক পৃথিবী ঘুরে আসতে পারবে।
-Charles Spurgeon
14) কখনো এমন ব্যক্তির উপর ভরসা করবেন না যার সেইটা চাই যেটা আপনার কাছে আছে। বন্ধু হোক বা না হোক, জ্বলন একটা অভিভূতকারী আবেগ।
-Eubie Blake
15) সবথেকে জরুরী জিনিস যেটা আমি শিখেছি সেটা হল প্রতিটি পরিস্থিতিতে ইশ্বরের উপর ভরসা করা।
-Allyson felix
16) যে শ্রদ্ধাটা ধর্মের জন্য ঐ বিশ্বাসটাই মানবিক সম্মন্ধের জন্য। এটা শুরু করার বিন্দু, এমন ভিত যার উপর অধিক নির্মাণ করা যেতে পারে। যেখানে বিশ্বাস আছে, সেখানে প্রেম আরো বৃদ্ধি পেতে থাকে।
-Barbara Smith
17) নিজের উপর ভরসা করুন, তখন আপনি জানতে পারবেন যে কেমন ভাবে বাঁচতে হয়।
-John Wolfgang von Goethe
18) বিশ্বাস রাখো, তুমি যতটা ভাবো তার থেকে বেশি জানো।
-Benjamin Spock
19) যে ব্যক্তি কারো উপর ভরসা করে না সে কারো দ্বারা ভরসা না করার উপযুক্ত।
-Harold MacMillan
20) আপনি জলের উপর ভরসা করতে পারবেন না: এমনকি একটা সোজা লাঠি ও বাঁকা দেখায়।
-W.C Fields
21) যখন আমি যৌক্তিক হয়, আর নিজের সহজ জ্ঞানের উপর ভরসা করি না তখনি আমি বিপদে পড়ে যায়।
-Angelina Jolie
22) যে কাজ কে ভালবাস তার উপর ভরসা রাখ, সেটা করতেই থাক, আর সে তোমাকে ঐখানে নিয়ে যাবে যেখানে তোমার যাওয়ার প্রয়োজন।
-Natalie Goldberg
23) সবথেকে জরুরী কথা যেটা আমি এই লম্বা জীবন থেকে শিখেছি সেটা হল কোন ব্যক্তি কে বিশ্বাসী করার একটাই নিয়ম আছে যে তার উপর বিশ্বাস করুন; আর কাউকে অবিশ্বাসী করার পাক্কা নিয়ম হল তার উপর বিশ্বাস না করা।
-Henry L. Stimson
24) খুব দূরে থাকা স্বামীর উপর কখনই ভরসা করবেন না, আর না খুব কাছে থাকা অবিবাহিত পুরুষের উপর।
-Helen Rowland
25) বাহ্য রুপের উপর বেশি ভরসা করবেন না।
-Virgil
26) কারো উপর সম্পূর্ণ ভাবে ভরসা করা আনন্দিত করে।
-Jeff Goldblum
27) নিজের স্মরণশক্তির উপর ভরসা করবেন না; এটা একটা ছিদ্রযুক্ত জাল; সবথেকে সুন্দর উপহার এর মধ্যে দিয়ে গলে যায়।
-George Duhamel
28) আপনাকে কোন না কোন জিনিসের উপর বিশ্বাস করতেই হবে - আপনার সাহসে, আপনার ভাগ্যে, আপনার জীবনে, বা আপনার কর্মে।
-Steve Jobs
29) প্রেমের সবচেয়ে ভালো প্রমাণ হল বিশ্বাস।
-Joyce Brothers
30) কারো উপর ভরসা করা যাবে কি না এটা জানার সবথেকে ভালো তরিকা হল তার উপর ভরসা করা।
-Ernest Hemingby
31) সে যে বেশি ভরসা করে না, তার উপর ভরসা করা যাবে না।
-Lao Tzu
32) খুব বেশি ভরসা করার জন্য হয়ত আপনি প্রতারিত হতে পারেন, কিন্তু যদি আপনি পর্যাপ্ত ভরসা না করেন তাহলে যন্ত্রণার মধ্যে বাঁচবেন।
-Frank Crane
33) শুধু একজন ফরসা ব্যক্তি যার উপর আপনি বিশ্বাস করতে পারবেন আর সে হল মরে যাওয়া ফরসা ব্যক্তি।
-Robert Mugabe
34) বিশ্বাস করুন, কিন্তু যাচাই করে নিন।
-Ronald Reagan
35) বুদ্ধি সময় সময় প্রতারণা করে; আর এটা বিচক্ষণ যে, যে তোমাকে একবারও প্রতারিত করেছে তার উপর কখনই সম্পূর্ণ ভরসা করবেন না।
-Rene Descartes
36) বিশ্বাস জীবনের আঠা। এটা যোগাযোগের সবচেয়ে অপরিহার্য উপাদান। এটা সমস্ত সম্পর্ক কে জুড়ে রাখার মূল সিদ্ধান্ত।
-Stephen Covey
37) আমি কারো উপর ভরসা করি না, এমনকি নিজের উপরও না।
-Joseph Stalin
38) অপরের উপর ভরসা করা ভাল, কিন্তু না করা আরো বেশি ভাল।
-Benito Mussolini
39) বিশ্বাস অর্জন করতে হয়, আর এটা সময় কাটার সাথে আসা দরকার।
-Arthur Ashe
40) মানুষ আপনার জীবনে আসে আর চলে যায়...শুধু আপনাকে ভরসা করতে হয় যে জীবন আপনার জন্য একটা রাস্তা তৈরি করে রেখেছে।
-Orlando Bloom
41) আপনাকে মানুষের উপর বিশ্বাস আর ভরসা করতেই হবে নাহলে জীবন অসম্ভব হয়ে যাবে।
-Anton Chekhov
42) বিশ্বাস মরে যায় কিন্তু অবিশ্বাস বিকশিত হতে থাকে।
-Sophocles
43) বিশ্বাস স্থিরতার সাথে তৈরি হয়।
-Lincoln Chafee
44) যেখানে বড় টাকার কথা হয়, সেখানে কারো উপর ভরসা করা উচিত না।
-Agatha Christie
45) নিজের ভরসা টাকাই রেখো না, বরং নিজের টাকা ভরসার মধ্যে রাখো।
-Oliver Wendell Holmes
46) জীবন একটা উপহার, শুধু ভরসা কর একটা বাচ্চার মত।
-Anne Morrow Lindbergh
47) জীবনে যা কিছুই হয় ভালোর জন্য - শুধু তাতে বিশ্বাস রাখো।
-Orlando bloom
48) বিশ্বাস আর আস্থা এক না। এমন কোন বন্ধু থাকে যার উপর আপনি ভরসা করেন। কারো উপর আস্থা রাখা একটা ভুল।
-Christopher Hithens
49) কখনো বিপদে থাকা ব্যক্তির পরামর্শে বিশ্বাস করবেন না।
-Aesop
50) জিম্মাদারী তাকে দেওয়া হয় যার উপর ভরসা থাকে। জিম্মাদারী সব সময় ভরসার সঙ্কেত হয়।
-James Cash Penny
51) ভরসা করা খুব মুশকিল। এটা জানা যে কার উপর ভরসা করব, আরো বেশি মুশকিল।
-Maria V. Snyder
52) ভরসা সত্যের সাথে শুরু হয় আর সত্যের সাথেই শেষ।
-Santosh Kalwar
53) শান্তি আর বিশ্বাস তৈরি হতে কয়েক বছর লাগে আর ভাঙতে কিছু সেকেন্ড।
-Mahogany SilverRain
ধন্যবাদ!
------------------------------------
↪ related posts
↪ dr apj abdul kalam quotes!
↪ sandeep maheshwari quotes!
↪ life-game of thoughts!
↪ chetan bhagat speech in bengali !
: