Love Quotes In Bengali !

Post a Comment
       〝মহাপুরুষদের বাণী ভালবাসার বিষয়ে〞




 1) আপনার শক্তির প্রয়োজন হবে শুধু মাত্র তখনি, যখন আপনি কারো ক্ষতি করতে ইচ্ছুক, এছাড়া অন্য সব কিছুর জন্য শুধু ভালবাসায় যথেষ্ট।

 - হুমায়ুন আহমেদ!

2) প্রহর শেষে আলোয় রাঙ্গা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।

 - রবীন্দ্রনাথ ঠাকুর!

 3) ভালবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়।

 - টেনিনসন

 4) নিজেকে কখনো অপরের থেকে ছোট মনে কর না। 

- জন কিপলিং

 5) ভালবাসা পাওয়ার মাঝে সব পূর্ণতা ও তৃপ্তি থাকে না, কখনো কখনো ভালবাসা না পাওয়ার মাঝেই অনেক পূর্ণতা ও তৃপ্তি থাকে।

 - প্রণব কুমার রাই

 6) ভালবাসায় যখন সার্থ জরিয়ে পড়ে তখন তার নাম হয় প্রেম।

 - প্রণব কুমার রাই

 7) দিতে যে পারে না পাওয়া তার ঘটে না।

 - শ্রী শ্রী অনুকূল চন্দ্র

 8) তোমাকে সুখের উপর বিশ্বাস রাখতে হবে, না হলে সুখ কোনদিন তোমার কাছে আসবে না।

 - উইলিয়াম জেমস

 9) আমি ভালোবাসি যারে, সে কি কভু আমার হতে দূরে যেতে পারে।

 - রবীন্দ্রনাথ ঠাকুর

 10) কল্পনা তে কোন দোষ নেই, কলঙ্ক ও নেই, আর কল্পনার অধিকার শুধু মাত্র মানুষেরই। অন্য প্রানীদের তো এই দান দেননি সৃষ্টিকর্তা।

 - বুদ্ধদেব গুহ

 11) আবেগ লুকাতে হয়। অতি আবেগ মানুষ কে এগোতে দেয় না।

 - হুমায়ুন আহমেদ

 12) যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালবাস, আর যে তোমাকে ভালবাসে তাকে কষ্ট দিয়ো না। কারণ পৃথিবীর কাছে হয়ত তুমি কিছুই নও, কিন্তু কারো কাছে হয়ত তুমিই তার পৃথিবী।

 - নেপোলিয়ন

 13) ভাল যদি বসতেই হয় তবে তাকে বাসো যার মন পাথরের মত শক্ত। কারণ, সেই পাথরে যদি তুমি একবার ফুল ফোটাতে পারো, তবে সেই ফুল সারা জীবন শুধু তোমার জন্যই শোভা বিতরণ করবে।

 - টার্মস টমাস

 14) যাকে ভালবাস তাকে কখনো চোখের আড়ালে করো না।

 - বঙ্কিম চন্দ্র চট্টপাদ্ধ্যায়

 15) মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু কোন অদ্ভুত কারণে সে ভালবাসে শিকল পরে থাকতে।

 - হুমায়ুন আহমেদ

 16) যে নিজের মর্যাদা বোঝে না, অপরেও তাকে মর্যাদা দেয় না।

 - হজরত আলী (রাঃআঃ)

 17) তুমি পানির মত হওয়ার চেষ্টা কর, যে নিজের চলার পথ নিজেই তৈরী করে নেয়। পাথরের মত হওনা যে অপরের পথরোধ করে।

 - হজরত আলী (রাঃআঃ)

 18) যাহা দিলাম তাহা উজাড় করিয়া দিলাম, এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে। অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মত বিড়ম্বনা আর নাই।

 - রবীন্দ্রনাথ ঠাকুর

 19) মানুষের স্বভাব হল, যখন ভালবাসে তখন নানান কর্মকান্ড করে ভালবাসা কে বাড়িয়ে দিতে ইচ্ছে করে, আর যখন রেগে যায় তখন রাগটাও বাড়িয়ে দিতে ইচ্ছে করে।

 - হুমায়ুন আহমেদ

 20) থাকুক তোমার একটু স্মৃতি থাকুক। একলা থাকার খুব দুপুরে একটি ঘুঘু ডাকুক। 

- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

 21) স্মৃতির উপর মানুষ কে বিশ্বাস করতে নেই। স্মৃতি হল প্রতারক। বিভিন্ন ভাবে সে মানুষ কে প্রতারণা করে।
- হুমায়ুন আহমেদ

 22) দুঃখ কে স্বীকার কর না -- সর্বনাশ হয়ে যাবে। দুঃখ কর না, বাঁচো। প্রাণ ভরে বাঁচো। বাঁচার আনন্দে বাঁচো, শুধু বাঁচো, বাঁচো আর বাঁচো। 

- নির্মলেন্দু গুণ

 23) মনের মত স্ত্রী আর সন্তান হলে জীবনের সব দুঃখ আর ব্যর্থতার সাথে মোকাবেলা করা যায়।

 - নিমাই ভট্টাচার্য

 24) প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া, তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিশাল অংশ দখল করে নেবে। আর যদি সে কোন কারণে তোমাকে ছেড়ে চলে যায় তাহলে সে তোমার জগতের ঐ বিশাল অংশটাও সাথে নিয়ে যাবে। আর তুমি হয়ে পড়বে শুন্য জগতের বাসিন্দা।

 - হুমায়ুন আহমেদ

 25) তরুণী মেয়েদের হঠাৎ আসা আবেগ হঠাৎই চলে যায়। আবেগকে বাতাস না দিলেই হল। আবেগ হল বায়বীয় জিনিস, বাতাসে বাড়ে। অন্য কিছুতে বাড়ে না। 

- হুমায়ুন আহমেদ

 26) যে জিনিসটা চোখের সামনে থাকে আমরা তাকে ভুলে যাই। যে ভালবাসা সব সময় আমাদের ঘিরে রাখে তার কথা আমাদের মনে দিকে না। মনে থাকে শুধু হঠাৎ আসা ভালবাসা।

 - হুমায়ুন আহমেদ

 27) কাউকে বারবার "ভালবাসি" বললে, ভালবাসা খানিকটা হলেও বেড়ে যায়। বরং "ভালবাসি" কথাটি না বলতে বলতে একদিন ভালবাসা হারিয়েও যেতে পারে। 

- ইমরান তাহের

 28) যা তুমি নিজে কর না বা করতে পার না, তা তুমি অপর কে উপদেশ দিয়ো না।

 - হজরত আলী (রাঃআঃ)

 29) তুমি দশটি সত্যের সাথে একটি মিথ্যা মিশিয়ে দাউ সেই মিথ্যাটি সত্য হয়ে যাবে। কিন্তু দশটি মিথ্যার মাঝে একটি সত্য কে যদি মেশানো হয়, সত্য সত্যই থেকে যাবে। সেটি মিথ্যা হবে না।

 - হুমায়ুন আহমেদ

 30) একটি ছেলে আর একটি মেয়ের মধ্যে বন্ধুত্ব হতে পারে। তবে তাদের মধ্যে একদিন প্রেম হবেই। হতে পারে সেটা ভুল, হতে পারে সেটা সঠিক। কখনো সেটা ক্ষনস্থায়ী, আবার হয়ত সারা জীবনের জন্য। কিন্তু প্রেম হবেই।

 - হুমায়ুন আহমেদ

 31) অপেক্ষা হল শুদ্ধতম ভালবাসার একটি চিহ্ন। সবাই ভালবাসি বলতে পারে। কিন্তু অপেক্ষা করে ঐ ভালবাসা কে প্রমাণ সবাই করতে পারে না।

 - হুমায়ুন আহমেদ

 32) তুমি ডাক দিয়াছ কোন সকালে কেউ তা জানে না, আমার মন যে কাঁদে আপন মনে কেউ তা মানে না। ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখ পানে, তোমার মত এমন টানে কেউ তো টানে না।

- রবীন্দ্রনাথ ঠাকুর

 33) ভালবাসার বিষয়ে পুরুষরা চিরকালই শিকার, আর মেয়েরা শিকারী। শিকারী যেমন শিকারের জন্য তার বন্দুক কে ভালবাসে, একজন মেয়ে ও তমনি সৃষ্টির প্রয়োজনে পুরুষকে ভালবাসে। এই ভালবাসা, বন্দুকের প্রতি শিকারীর প্রেম ভালবাসার সাথে একমাত্র তুলনীয়।
- জর্জ বার্ণাডস

 34) ভালবাসতে শেখ, ভালবাসা দিতে শেখ, তাহলে তোমার জীবনে কখনো ভালবাসার অভাব হবে না।

 - টমাস ফুলার

 35) কাউকে অন্ধ ভাবে ভালবেসনা তাহলে তার ফল কিন্তু শুভ হবে না।

 - কারলাইল

 36) মা সন্তানকে ভালবেসেই ভালবাসার দাম নিজ তৃপ্তির মাধ্যমে পেয়ে যান হাতে হাতে। নইলে দীর্ঘদিন ধরে তাকে বড় করে তুলতে অত কষ্ট সহ্য করতে পারতেন না। আসল কথা হল, যথার্থ প্রেম স্বনির্ভর হয়, অপরের উপর নির্ভর হয় না। অপর পক্ষ কতটা প্রতিদান দিল কিংবা দিল না, সেটা ভালবাসা কে দূর্বল করে না।

 - শরৎচন্দ্র চট্টপাদ্ধ্যায়

 37) যাকে সত্যিকারে ভালবাসা যায় সে অতি অপমান করলে, আঘাত করলে, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না।

 - কাজী নজরুল ইসলাম

 38) ভালবাসার বিষয়ে বেশি পাটোয়ারী বুদ্ধি ভাল না। যাকে দেবেন সম্পূর্ণ ভাবেই দেবেন, একেবারে আমি কিছুই বাকী রাখব না এই প্রতিজ্ঞা করেই দেবেন। তা নাহলে জীবনে বিকৃতি দেখা দেবে। যতই দেবেন ততই পাবেন। কার কাছ থেকে? নিজের কাছ থেকেই। যতই ভালবাসবেন ততই জীবনে স্বাদ পাবেন। আর পাওয়াটাই বড় কথা।

 - মোতাহের হোসেন চৌধুরী

 39) যে ভালবাসা দুজন কে দুদিক থেকে আকর্ষণ করে মিলিয়ে দেয়, সেটা ভালবাসা নাই, সেটা অন্য কিছু বা মোহ আর কামনা।

 - কাজী নজরুল ইসলাম

 40) যে গভীর ভাবে ভালবাসতে জানে, বয়স তার কাছে কোন বাধা নেই।

 -মেরী বেকার হার্ডি

 41) পৃথিবীতে ভালবাসার একটি মাত্র উপায় আছে, আর সেটা হল প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালবেসে যাওয়া।

 - ডেল কার্ণেগী

 42) ভালবাসা যখন পরিতৃপ্ত হয় তখন মাধুর্য কমে যায়।

 - আব্রাহাম কাওলে

 43) ভালবাসা আচ্ছাদন নয় বরং চোখের জল।

 - ইমারসন

 44) মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, সে চাই তার প্রিয় কেউ তাকে খুঁজে বের করুক।

 - হুমায়ুন আহমেদ

 45) জীবনে এই দুটো জিনিস খুবই কষ্টদায়ক। একটি হচ্ছে - যখন তোমার ভালবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু বলে না। আর একটি হচ্ছে - তোমার ভালবাসার মানুষ তোমাকে ভালবাসে না , আর সেটা সরাসরি বলে।

 - শেক্সপিয়র

 46) প্রেম হয় দেখা ও চোখের ভাললাগা থেকে, রাগ থেকে প্রেম হয়, ঘৃণা থেকে প্রেম হয়, প্রেম হয় অপমান থেকে এমনকি প্রেম হয় লজ্জা থেকেও। প্রেম আসলে লুকিয়ে আছে মানব শরীরের প্রতিটি ক্রোমোজমে। একটু সুযোগ পেলেই সে জেগে ওঠে।

 - হুমায়ুন আহমেদ

 47) ভালবাসার মানুষটার সাথে বোধহয় বিয়ে না হওয়াটাই ভাল। বিয়ে হলে মানুষটা থাকে ভালবাসা থাকে না। আর বিয়ে না হলে হয়ত ভালবাসা থাকে শুধু মানুষটাই থাকে না।

 - হুমায়ুন আহমেদ

 48) যদি তার বড় বড় ভুল কে তুমি ক্ষমা না করতে পার, তাহলে তুমি তার ভালবাসার যোগ্য নও।

 - রবীন্দ্রনাথ ঠাকুর

 49) তোমার সত্যিকারের বন্ধু হচ্ছে সে, যে তোমার সব খারাপ দিক জানে; তার সত্বেও তোমাকে পছন্দ করে।

 - এলবার্ট হুবার্ড

 50) একটা মিথ্যা কথা বলার আগে হাজার বারো চিন্তা করবে। কারণ তোমার একটা মিথ্যা একজন মানুষের জীবন, একটা বিশ্বাস, একটা সম্পর্ক ধংস করে দিতে পারে।

 - আফরিন



ধন্যবাদ!



                 ---------------------------------------





↪ related posts

↪ humayun ahmed quotes!

↪ brian tracy quotes in bengali !

↪ রাগ কে নিয়ন্ত্রণ করবেন কি ভাবে?

↪ আপনি কি হতে চান - আলু, ডিম না কফি?

Related Posts

: