বিখ্যাত speaker,motivator শিব খেরার অমূল্য বচন
1) জেতে সে যে লাভ দেখে, আর যে হারে সে লোকসান।
2) যদি আপনি ইতিবাচক ব্যবহার করতে চান, তাহলে ভালো চরিত্রের মানুষের সাথে মেলামেশা করুন।
3) বিপরীত পরিস্থিতি তে কিছু লোক ভেঙে যাই, আর কিছু লোক রেকর্ড ভেঙে দেই।
4) যদি আপনি ভাবেন, যে আপনি করতে পারবেন - তো নিশ্চয় করতে পারবেন, আর যদি ভাবেন, যে করতে পারবেন না - তো আপনি করতে পারবেন না। আর দুই দিক থেকেই আপনি ঠিক বলেছেন।
5) মনে রাখবেন যে আপনাকে সব থেকে বেশি প্রেরিত করে সেটা আপনার বিশ্বাস, কেননা যেটার উপর আমাদের বিশ্বাস থাকে আমরা সেই কাজ টাই পূর্ণ ভাবে করতে পারি।
6) যে জেতে সে আলাদা কিছু করে না, সে যে কোন কাজ কে, আলাদা ভাবে করে।
7) প্রেরণা ঠিক আগুনের মত - যদি এতে তেল না দেন তাহলে নিভে যাবে, আর আপনার তেল হল আপনার আত্ম বিশ্বাস।
8) জেতার জন্য খেলুন, হারার জন্য নয়।
9) আপনি যতটুকু পাবেন, তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করবেন।
10) সব সময় বেশি করে ভাবুন, নিজের ক্ষমতা কে জানুন আর সেটাকে আরো বিকশিত করুন।
11) নির্ণয় নেওয়ার সময় মনের মধ্যে নিজের লক্ষ্যের বড় ছবি বানিয়ে নিন।
12) কখনোই নিজের ইমানদারির সাথে বোঝাপড়া করবেন না।
13) আপনার গুণ আপনাকে সফল করে, আর আপনার চরিত্র তাকে ধরে রাখে।
14) যদি আপনি বিফল হয়ে যান তাহলে নিশ্চয়ই আপনি নিরাশা হয়ে যাবেন, কিন্তু পুনরায় চেষ্টা যদি না করেন, তাহলে অভিশপ্ত হয়ে যাবেন।
15) সফলতা কোন সঞ্জোগ নেই, বরং এটাতো আপনার ব্যবহারের পরিণাম, আর আপনার ব্যবহার হল আপনার পছন্দ, সেই জন্য সফলতা আপনার পছন্দ আর চেষ্টার উপর নির্ভর করে।
16) সফল ব্যক্তি কখনই ফালতু কথাই সময় নষ্ট করে না।
17) মানুষের চরিত্র শুধু তাদের দ্বারাই বোঝা যাই না যাদের সাথে সে থাকে, তাদের দ্বারাও বোঝা যাই যাদের থেকে সে দূরে থাকে।
18) অর্জিত শিক্ষার কাজ মাথা থেকে হয়, আর গুণের উপর আধারিত শিক্ষার কাজ মন থেকে হয়।
19) ভাল অনুভব করা আপনার ভাল কিছু করারই পরিণাম, আর ভাল কিছু করা আপনার ভাল হওয়ার পরিণাম।
20) অর্ধেক মন কখনই অর্ধেক পরিণাম দেয় না বরং কোন পরিণামই দেয় না।
21) সেই ব্যক্তি যে জীবনে অনেক আগে যেতে চাই তার মধ্যে সফল হওয়ার দুটি যোগ্যতা থাকা দরকার, প্রথম - মানুষের সাথে ডিল করার, আর দ্বিতীয় - মানুষের কাছে কিছু বিক্রি করার।
22) টাকা মানুষের জীবনে পরিবর্তন করার জন্য একটি মহত্ত্বপূর্ণ যন্ত্র।
23) বহু কিছু একটা বাচ্চার পালন পোষণের উপর নির্ভর করে।
24) যদি একটা বাচ্চা ভুল পথে চালিত হয় তাহলে তার জন্য ঐ বাচ্চা টি দোষী নয়, বরং এর জন্য তার মাতাপিতা জিম্মাদার।
25) একজন বোকা না ভেবে চিন্তে বলে আর একজন বুদ্ধিমান চিন্তা ভাবনা করে বলে।
ধন্যবাদ!
----------------------------------
↪ related posts
↪ Abraham Lincoln Quotes!
↪ Khalil Gibran Quotes!
↪ Success Quotes!
↪ Friendship Quotes!
↪ related posts
↪ Abraham Lincoln Quotes!
↪ Khalil Gibran Quotes!
↪ Success Quotes!
↪ Friendship Quotes!


: