পরিশ্রম করেও কেন সফল হওয়া যায় না?

Post a Comment
       পরিশ্রম করেও কেন সফল হওয়া যায় না?


















আপনি কখনো কঠিন পরিশ্রম করেছেন? নিজের আশপাশে দেখুন এই রকম বহু লোক দেখতে পেয়ে যাবেন যারা আপনার থেকেও অনেক বেশি পরিশ্রম করে, কিন্তু তাদের আর্থিক স্থিতি আপনার থেকেও খারাপ। আবার এমন লোকও পাবেন যারা আপনার থেকে কম পরিশ্রম করে কিন্তু তাদের আর্থিক স্থিতি আপনার থেকে অনেক ভাল।




তো এমন কি কারণ আছে, যারা কম পরিশ্রম করে তারাই বেশি সফল হয়ে যায়?
কিন্তু সবাই তো বলে যে, পরিশ্রম যে বেশি করে সেই জীবনে এগিয়ে যায় আর সফল হয়।




এই কথাটা কে বোঝানোর জন্য একটা গল্প শোনাব। যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে জীবনে সফল হতে গেলে শুধু মাত্র পরিশ্রম করলেই হবে না, পরিশ্রম ছাড়া আরও কিছুর প্রয়োজন হয়। আর সেটা কি??





এক গ্রামে রাজু নামের একটি ছেলে থাকত। তার পড়াশোনায় একদমই রুচি ছিল না। তাই সে ঠিক মতো স্কুলেও যেত না। পড়াশোনা তো হলোই না এবং বড় হয়ে তেমন কোন কাজ ও পেল না। তাই সে একদিন মনস্থির করল যে গাছ কাটার কাজ করব। কেন না ওর আশেপাশের অনেকেই গাছ কাটার কাজ করত।




তাই তাদের সাথে রাজু ও একদিন ভাল করে কুড়ুলে ধার দিয়ে চলে গেল গাছ কাটার কাজে। আর মালিক কে খুশ করার জন্য একদিনে 20 টা গাছ কেটে ফেলল। তারপর মালিক কে রাজু বলল যে আপনার বাকী কর্মীদের মধ্যে এমন কেউ আছে যারা একদিনে এতগুলো গাছ কাটতে পারে। মালিক ও খুব খুশী হল এবং বলল, আরে বাহ.. রাজু তুমি তো খুব পরিশ্রমী ছেলে, আমি তোমার পারিশ্রমিক ও সবার থেকে বেশি দেব।




এতে রাজু আরো উৎসাহ তে ভরে যায় এবং ভাবে যে আজকে যেমন 20 টা গাছ কেটেছি, কালকে চেষ্টা করব আরো বেশি গাছ কাটার। তাহলে মালিক আরো বেশি খুশি হয়ে আরো বেশি পারিশ্রমিক দেবে। পর দিন রাজু 20 টার থেকে বেশি গাছ কাটার আবেগে কুড়ুল নিয়ে বাড়ি থেকে বের হল।




কিন্তু হল কি, মাত্র 18 টা গাছই কাটতে পারল। পরিশ্রম কালকের থেকে বেশি, চেষ্টা কালকের থেকে বেশি, জোশ কালকের থেকে বেশি, সময় ও কালকের থেকে বেশি নিল কিন্তু গাছ কাটার সংখ্যা বাড়ার জায়গায় কমে গেল কেন?




তৃতীয় দিন আবার রাজু এল এবং পরিশ্রম, চেষ্টা, জোশ, সময় আরো বেশি লাগিয়ে দিল, কিন্তু গাছ মাত্র 15 টাই কাটতে পারল। আর 7 দিন পর্যন্ত এইভাবেই চলতে থাকল, আর শেষ দিন রাজু মাত্র 5 টা গাছই কাটতে পারল।




অসন্তুষ্ট রাজু মালিক কে জিজ্ঞাসা করল যে আমার সাথে কেন এমন হচ্ছে, যে আমি প্রথম দিন যখন এসেছিলাম তখন 20 টা গাছ কেটে ছিলাম, তার পর পর আমি যত বেশি পরিশ্রম করি ততই আমার গাছ কাটার সংখ্যা কমে যায়, কেন?




বুদ্ধিমান মালিক জিজ্ঞাসা করল যে, রাজু তুমি তোমার কুড়ুলে ধার কবে দিয়ে ছিলে?




রাজু বলল যে আমি প্রথম যেদিন এসেছিলাম সেদিনই কুড়ুলে ধার দিয়ে নিয়ে এসেছিলাম, তারপর আর ধার দিইনি। তখন মালিক বলল এটাই কারণ, যে তুমি নিজের পরিশ্রম করার ক্ষমতা কে তো বাড়িয়েছো, কিন্তু কুড়ুলের ধার কে নয়। যেমন তুমি প্রথম দিন কুড়ুলে ধার দিয়ে এনেছিলে তাই কম পরিশ্রম করেও 20 টা গাছ কেটেছিলে, আর আস্তে আস্তে যেই তোমার কুড়ুলের ধার কমতে লাগল তুমি বেশি পরিশ্রম করেও পরিণাম তেমন পেলে না।





Freinds:- রাজুর মত আমরাও পরিশ্রম তো করে যাচ্ছি কিন্তু নিজের যোগ্যতা, জ্ঞান, বুদ্ধি, অভিজ্ঞতা, ব্যবহার ইত্যাদি কে আপডেট করছি না ওগুলো কে ধার দিচ্ছি না। মানে সময়ের সাথে নিজেকে সম্পূর্ণ তৈরী করছি না। সেই জন্য আগে আপনাকে ধার দিতে হবে তারপর ময়দানে নামতে হবে। আর এই রকমই বারবার ধার দিতেই থাকতে হবে। তবেই পরিশ্রমের উপযুক্ত পরিণাম পাবেন।



                    "কোন বৃক্ষ কে কাটার
                      জন্য আপনি আমাকে
                          6 ঘন্টা সময় দিন,
                      আমি 4 ঘন্টা শুধু কুড়ুল
                        কে ধরা দিতে লাগাব"

                                     - Abraham Lincoln!



All the best 👍



                    ----------------------------------

Related Posts

: