"নেতাজী সুভাষ চন্দ্র বসুর বাণী"
1) তোমরা আমাকে রক্ত দাউ আমি তোমাদের স্বাধীনতা দেব।
- Netaji Subhas Chandra Bose
2) জাতীয়তা মানব জাতির উচ্চতম আদর্শ সত্যম শিবম সুন্দরম থেকে প্রেরিত।
- Netaji Subhas Chandra Bose
- Netaji Subhas Chandra Bose
3) ভারতের মধ্যে জাতীয়তাবাদ এমন এক শক্তির সঞ্চার করেছে, যেটা লোকের মধ্যে কয়েক শতাব্দী ধরে নিষ্কৃয় হয়ে পড়েছিল।
- Netaji Subhas Chandra Bose
- Netaji Subhas Chandra Bose
4) মনে রাখবেন, সবথেকে বড় অপরাধ হল অন্যায় সহ্য করা আর ভুলের সাথে বোঝাপড়া করা।
- Netaji Subhas Chandra Bose
- Netaji Subhas Chandra Bose
5) একজন সাচ্চা সৈনিকের, সৈন্য আর আধ্যাত্মিক এই দুটোরই প্রশিক্ষিত হওয়ার প্রয়োজন হয়।
- Netaji Subhas Chandra Bose
- Netaji Subhas Chandra Bose
6) ইতিহাসে কখনোই আলোচনা করে কোন পরিবর্তন আনতে পারিনি।
- Netaji Subhas Chandra Bose
- Netaji Subhas Chandra Bose
7) আমার মনে কোন সন্দেহ নেই যে আমাদের দেশের প্রমুখ সমস্যাগুলো গরীবি, অশিক্ষিত, রোগ, কুশল উৎপাদন এবং বিতরণ শুধু সমাজতান্ত্রিক ভাবেই ঠিক করা যেতে পারে।
- Netaji Subhas Chandra Bose
- Netaji Subhas Chandra Bose
8) এটা আমাদের কর্তব্য যে আমরা আমাদের সতন্ত্রতার মূল্য নিজেদের রক্ত দিয়ে শোধ করি। আমরা আমাদের বলিদান আর পরিশ্রম দিয়ে যে স্বাধীনতা পেয়েছি, আমাদের ভিতরে সেটাকে রক্ষা করার শক্তি থাকতে হবে।
- Netaji Subhas Chandra Bose
- Netaji Subhas Chandra Bose
9) আজকে আমাদের মনে শুধু একটাই ইচ্ছা থাকা উচিত, মরার ইচ্ছা যাতে ভারত বাঁচতে পারে। একটা শহিদের মৃত্যুর ইচ্ছা যাতে স্বাধীনতার পথ শহিদের রক্ত দিয়ে প্রশস্ত হবে।
- Netaji Subhas Chandra Bose
- Netaji Subhas Chandra Bose
10) একটা সৈনিকের রুপে আমি আপনাকে সব সময়ই তিনটি আদর্শ কে মেনে চলতে বলব। সত্য, কর্তব্য আর বলিদান। যে সিপাহী সব সময় নিজের দেশের প্রতি বিশ্বস্ত থাকে, যে সব সময় নিজের জীবন বলিদান করার জন্য তৈরি থাকে, সে অজেয়, আর যদি আপনিও অজেয় হতে চান তাহলে এই তিন আদর্শ কে নিজের হৃদয়ে সমাহিত করে নিন।
- Netaji Subhas Chandra Bose
- Netaji Subhas Chandra Bose
ধন্যবাদ!
-----------------------------------------
↪ related posts
↪ নেতিবাচক চিন্তা-ভাবনা থেকে বাঁচার উপায়!
↪ সেইটা ভাবুন যেটা জীবনে পেতে চান!
↪ সঙ্গ দোষ!
↪ ratan tata quotes!
↪ related posts
↪ নেতিবাচক চিন্তা-ভাবনা থেকে বাঁচার উপায়!
↪ সেইটা ভাবুন যেটা জীবনে পেতে চান!
↪ সঙ্গ দোষ!
↪ ratan tata quotes!


: