এ হৃদয়ে শুধু তুমি

Post a Comment

এ হৃদয়ে শুধু তুমি


গল্পটি পরে দেখুন চোখে পানি চলে আসবেই...

আশা: রাজ তুমি কেন আমাকে বুঝতে চাইছো না?? আমি সত্যি তোমাকে খুব ভালবাসি।
আমি তোমাকে ছাড়া কেমন করে বাঁচবো বলো।
তুমি তো বলেছিলে তুমি আমাকে ভালবাস।তবে কেন আজ এত অবহেলা করছো??
রাজ: দেখ আশা আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। আমি তাদের কে কষ্ট দিতে পারব না।
বাবার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে তারা।
তাছাড়া তুমি তো আমার পারিবারিক অবস্থা জানোই।
আমার মেডিকেলে পড়ার খরচ তারা দিতে পারছে না।
আর ওনারা বলছে আমার পড়াশুনার সব খরচ অনারা দিবে।
তুমি জানো আমার সপ্ন ডাক্তার হাওয়া।তাই প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না।
রাজ এই বলে চলে গেল। আশা তার চলে যাওয়া পথের দিকে নির্বাক দৃষ্টি তে তাকিয়ে দেখছে।
কেন মানুষ গুলা এমন হয়। নিজের প্রয়োজনে স্বার্থপরের মত সব কিছু ছেড়ে চলে যায়।এগুলা ভাবছে আর অঝোরে চোখের জল ফেলছে।
ওও এতক্ষণ যার কথা বলছিলাম তারা হল রাজ আর আশা। ওদের ২ বছরের রিলেশন ছিল বাট রাজ তার নিজের জন্য সব কিছু শেষ করে দিয়ে চলে গেল।
আশা অনেক কষ্টে সব কিছু কে পিছনে ফেলে সামনে আগানোর চেষ্টা করছে।
আশার এই কষ্টের দিনে শাওন সবসময় ওর পাশে থাকে।ওকে বুঝায়।
শাওন হল রাজের বন্ধু।কিন্তু রাজের মত না।
আশা মন খারাপ করে থাকলে শাওন ওকে হাসানোর জন্য বেকুল হয়ে যায়।
কিন্ত আশা কোন কিছুতেই রাজ কে ভুলতে পারছে না।
শাওনের পাগলামির কাছে আশা হেরে গেল।সে আবার আগের অবস্থায় ফেরে আসে।
শাওন আর আশা ভাল বন্ধু হয়ে যায়।
শাওন আস্তে আস্তে আশাকে ভালবেসে ফেলে।কিন্তু সে আশাকে তা বলতে পারে না।যদি আশা আর কথা না বলে।
অবশেষে একদিন সে ঠিক করল আজ আশাকে তার ভালবাসার কথা জানিয়ে দিবে।
দিন টি ছিল২১ ফেব্রুয়ারি আশার জন্ম দিন। রাজ মনে মনে পিপারেশন নিল ঐ দিনই বলে দিবে আশা কে তার মনের সব কথা।
২০ ফেব্রুয়ারি রাত ১১ : ৫৮ তে আশার বাড়ীর সামনে গিয়ে আশা কে কল দিয়ে বাসার বাই রে আসতে বলে।
আশা এসে তো অবাক।আরও অবাক হয় যখন শাওন ওকে প্রপোজ করে।
আশা শাওন কে বলে আর কেউ কে বিশ্বাস করা বা কারও সাথে রিলেশন করা তার সম্ভব না।
শাওন অনেক বুঝনোর চেষ্টা করে। কিন্তু আশা ওর কোন কথাই বিশ্বাস করে না।
সেদিনের পর থেকে আশা আর শাওনের সাথে কথা বলে না।
কিছুদিন পর আশার বিয়ে ঠিক হয়ে যায়।
শাওন আশার বিয়ের দিন ওর বিয়ের কথা জানতে পারে।
শাওন অনেক বার কল করে কিন্তু আশা ফোন রিসিভ করে না।
তখন শাওন আশাকে ম্যাসেজ দেয়।
আশা আমি তোমাকে কতটা ভালবাসি তা হয়ত আমি তোমাকে বুঝাতে পারবো না।
তবে আমি তোমার সাথে কথা না বলে থাকতে
পারবো না।তাই হয়ত বার বার ফোন দিব।
তুমি বিরক্ত হবে।
তোমার সুখের জীবনে আমার জন্য কষ্ট নেমে আসবে।
তাই তোমার সুখের পথে কাটা হবো না। তাই চলে যাচ্ছি
আর কোন দিন তোমাকে জ্বালাতে আসবো না।
ভালথেকো তুমি।
ম্যাসেজ টা দিয়ে শাওন বিষ খেয়ে চলে যায় না ফেরার দেশে।
বিয়ে নিয়ে ব্যাস্ত থাকার কারনে আশা ম্যাসেজ টা পায় পরের দিন।
আশা ম্যাসেজ টা পরে শাওন কে অনেক বার ফোন করে। কিন্তু ফোনটা বার বার বেজে যায়।
অবশেষে ফোনটা শাওনের মামাত ভাই রিসিভ করে এবং সব কিছু বলে।
আশা ফোনটা রেখে কাউ কে কিছু না বলে পাগলের মত বেরিয়ে পরে।
আশা শাওনের বাড়ী দিকে আসতেই তার পা নিথর হয়ে যায়।সে ধীরে ধীরে শাওনের লাশের পাশে এসে চুপচাপ বসে পরে।
কিছুই বলে না।কিছুক্ষণ পর শাওনের দাফন কাজ সম্পূর্ণ হয়।আশাকে তার বাড়ির লোক গিয়ে নিয়ে আসে।
শাওন চলে গেছে আজ ৫ বছর হল।কিন্তু আশা আজ পর্যন্ত একটা কথাও বলেনি কার ও সাথে।
মাঝে মাঝে দেখা যায় শাওনের কবরের পাশে বসে মনে মনে কি যেন বলছে।
কিছু রাজের মত ছেলে মেয়ের জন্য আশার মত আমাদের ভালবাসার উপর বিশ্বাস উঠে গেছে।
আর তার প্রতিদান দিতে হচ্ছে শাওনের মত অনেক প্রেমিক প্রেমিকার।



ভালোলাগলে আমার ব্লগটি নিয়মিত ভিজিট করবেন...কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন...আপনাদের মতামতের আশায় থাকবো...




Key Words:
bangla love story, love story, bangla, facebook love story, love, valobashar romantic premer golpo bangla, romantic valobashar golpo, valobashar koster golpo bangla, bangla, valobashar golpo, valobashar golpo sms, bangla sad valobashar golpo, romantic love story in bengali, valobashar golpo kotha, ভালোবাসার গল্প 2018, ভালোবাসার গল্প কাহিনী, ভালোবাসার গল্প ছবি, ভালোবাসার গল্প 2017, ভালোবাসার গল্প পরতে চাই, ভালোবাসার গল্প সিনেমা, ভালোবাসার গল্প ও কবিতা, ভালোবাসার গল্প পড়তে চাই, bangla love story book, bangla love story facebook, bangla love story kobita, bangla sad love story pdf, bengali love story golpo mp3, bangla love story video, bengali love story poem, bangla love story mp3

Related Posts

: