একটি অন্যরকম গল্প

Post a Comment

গল্পের নামঃ অতিথি

অনেক রাত হয়ে গেছে এখন আর বাড়ি ফেরা সম্ভব নয়। আশেপাশে কারো বাড়িতে আজকে রাতটা থাকতে হবে কিন্তু আশেপাশেত কোনো বাড়ি দেখা যাচ্ছে না। যাই সামনে হাটতে থাকি। এইত সামনেই একটা বাড়ি দেখা যাচ্ছে এখানে দেখি আজকের রাতটা থাকা যায় কিনা। বাড়ির কাছে চলে আসলাম এবং ডাকতে থাকলাম বাড়িতে কেউ আছেন এভাবে দুইবার ডাকার পর একজন মধ্যবয়স্ক লোক দরজা খুলে বের হলেন আর বললেন কে ডাকে। তখন আমি সামনে গিয়ে বললাম জি আমি ডেকেছি। উনি কিছুটা বিরক্তি নিয়ে বললেন এতরাতে আমাকে কেনো ডাকলে আর তোমাকেত এখানে আগে দেখেছি বলে মনে হয় না। জি ঠিক বলেছেন আমি এখানে আগে কখনো আসি নাই এবার প্রথম আসছি। তা কেনো এখানে এসেছ আর কার কাছে এসেছিলে। জি আমি এসেছিলাম আপনাদের এই বাজারে মাল বিক্রি করতে এখন বিক্রি করতে করতে রাত অনেক হয়ে গেছে আর বিক্রি করে এত টাকাপয়সা নিয়ে এইরাতে বাড়িও ফিরতে পারছি না যদি আজকের রাতটা আপনার বাড়িতে থাকতে দিতেন তাহলে আমার অনেক উপকার হত। হুম সেটা নাহয় বুঝলাম কিন্তু তোমাকে থাকতে দেই কি করে তোমাকেত আমি চিনি না। জি আমার নাম মারুফ বাড়ি অনেক দুরের এক গ্রামে বাড়িতে বাবা-মা আর আমি থাকি এখনত আমাকে থাকতে দিতে পারেন আমার পরিচয়ত পেয়ে গেলেন। হুম আচ্ছা তাহলে আসো ভিতরে আসো। জি ধন্যবাদ আমার অনেক উপকার করলেন আপনি। এরপর উনার সাথে উনার বাড়ির ভিতর গেলাম ভিতরের ঘরগুলা অনেক সুন্দর করে গুছানো। আমি উনার পিছন পিছন যাচ্ছি এরপর উনি কাকে যেনো ডাকলেন এরপরে ঘরের ভেতর থেকে একজন মহিলা বের হয়ে এলেন এরপরে উনি আমার সাথে পরিচয় করিয়ে দিলেন ভদ্যমহিলা উনার স্ত্রী। এরপর আমার সব ঘটনা উনি উনার স্ত্রীকে বললেন। সবকথা শেষে উনারা আমাকে রাতে খাবার দিলেন আর পরে শোবার ব্যবস্থা করে দিলেন। আমি বললাম আপনাদের এমন যত্ন আমি কোনোদিন ভুলব না একজন অচেনা মানুষকে আপনারা এত যত্ন করছেন।আমার কথা শুনে লোকটি বললেন না না এটা আমাদের কর্তব্য তুমি আমাদের অতিথি এখন আর কোনো কথা নয় যাও তুমি শুয়ে পড় কালকে কথা হবে তুমি অনেক ক্লান্ত।এরপর উনাদের থেকে বিদায় নিয়ে ঘরে আসলাম বিছানায় শুয়ে পড়তেই ঘুমের দেশে হারিয়ে গেলাম। কিছুক্ষন পর আমার ঘুম ভেঙে গেল এবং দেখলাম আমি খাটের সাথে বাধা অবস্থায় শুয়ে আছি আশেপাশে অন্ধকার কিছুক্ষণ পর আলো জালানো হল এবং দেখলাম ওই বাড়ির মালিক এবং মালিকের স্ত্রী আমার কাছে আসছে। আমার পাশে তারা বসল এবং তাদের দুইজনের মুখে এক অন্যরকম হাসি আমি তাদেরকে বললাম আমাকে এভাবে বেধে রেখেছেন কেনো আমাকে ছেড়ে দিন। তখন সেই পুরুষ লোকটি বলল ছেড়ে দেবার জন্যত তোকে আমরা বাধি নাই। এতদিন আমরা শীকার করতাম কিন্তু আজকে শীকার আমাদের হাতে ধরা দিছে।এই বলে উনি উনার মাথার চুল খুলে ফেলল মুখের গোফটাও খুলে ফেলল সেই সাথে মহিলাটাও তার সেই মধ্যবয়স্ক ছদ্মবেশ থেকে আসল চেহারা দেখালো। আমি সবকিছু দেখে অবাক হয়ে চেয়ে আছি আর ভাবছি এসব কি হচ্ছে আর এরা কারা।তখন ওই লোকটি বলল হুম তোর হয়ত জানতে ইচ্ছা করছে যে আমরা কারা হুম আমার নাম রাকিব আর ও আমার স্ত্রী মারিয়া আমাদের জন্য শহরের মানুষ অতিষ্ঠ হয়ে থাকত খুন ছিন্তাই ডাকাতি কি না করেছি আমরা এখন পুলিশের ভয়ে এখানে আছি ছদ্মবেশ নিয়ে। আর অনেকদিন যাবত কোনো শীকার পাচ্ছিলাম না আর এখান থেকে বেরও হতে পারছিলাম না কিন্তু তুই আজকে আমাদের কাছে আশ্রয় চেয়ে শিকার হয়ে গেলি তোর সব টাকা আজকে আমরা নিয়ে যাব আর তোকে মেরে বাড়ির পিছনে পুতে রেখে যাব। আমি এতখন ওদের সবকথা শুনে যাচ্ছিলাম এখন আমার ওদের কথা শুনে অনেক হাসি পেল এবং অনেক জোরে হেসে দিলাম আমার হাসি দেখে ওরা অবাক হল আর জিজ্ঞাস করল নিজের মৃত্যুর কথা জেনেও হাসতেছিস।আমি এবার হাসি থামিয়ে বললাম নিজের মৃত্যুর কথা ভেবে না তোদের মৃত্যুর কথা ভেবে হাসতেছি
আর বললাম তোরা আমাকে শিকার করিস নাই আমি নিজে শিকার হয়েছি তোদের শিকার করার জন্য একবার বাইরে দিকে দেখ এরপর জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখে পুলিশ বাড়ির চারপাশ দিয়ে ঘিরে ফেলছে এরপর পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে ওদের ঘিরে ফেলে আর আমার বাধন খুলে দেয়। এরপর আমি ওদের সামনে যেয়ে দাঁড়ায় বলি তোদের ধরার জন্য এতবড় নাটক করলাম এটা যদি টিভি তে করতাম তাহলে আমি আজকে বড় অভিনেতা হতাম যাই হোক আমি খুলনা থানার ওসি তামিম। শুনেছি তদের ধরা অনেক কষ্টের কাজ আজ পর্যন্ত কেউ তোদের ধরতে পারেনি তাই তোদের ধরার জন্য এই নাটকটা করতে হল। এখন বাকি জীবনটা জেলেই পচে মোরবি।



ভালোলাগলে আমার ব্লগটি নিয়মিত ভিজিট করবেন..এখানে নিয়মিত ভালোবাসার গল্প ও অন্যান্য গল্প পোষ্ট করা হয়.. আপনাদের গল্পটি কেমোন লাগলো  তা কমেন্ট করে জানাবেন...আপনাদের মতামতের আশায় থাকবো...





Key Words:
bangla love story, love story, bangla, facebook love story, love, valobashar romantic premer golpo bangla, romantic valobashar golpo, valobashar koster golpo bangla, bangla, valobashar golpo, valobashar golpo sms, bangla sad valobashar golpo, romantic love story in bengali, valobashar golpo kotha, ভালোবাসার গল্প 2018, ভালোবাসার গল্প কাহিনী, ভালোবাসার গল্প ছবি, ভালোবাসার গল্প 2017, ভালোবাসার গল্প পরতে চাই, ভালোবাসার গল্প সিনেমা, ভালোবাসার গল্প ও কবিতা, ভালোবাসার গল্প পড়তে চাই, bangla love story book, bangla love story facebook, bangla love story kobita, bangla sad love story pdf, bengali love story golpo mp3, bangla love story video, bengali love story poem, bangla love story mp3

Related Posts

: