গল্পের নামঃ বাসর রাত্রে ফেসবুক
ব্যাচেলার লাইফটা আজকে থেকে মাঠে মারা গেল।
না সরি আজকে থেকে না।কালকে থেকে। বিয়েটা তো কালকেই হলো।কত না সুন্দর ছিল আমার ব্যাচেলার লাইফটা।নিজের ইচ্ছে মতো ঘোরা,নিজের ইচ্ছে মতো খাওয়া। গেল সব গেল।এখন সবগুলাতে ওই ফেসবুক পাগলি ভাগ বসাবে আর পোস্ট মারবে-----
আজ আমার সোনা-মোনা, বাবুটার সাথে খেলাম বিরিয়ানি...
আমার সোনা বরটির সাথে আজ ঘুরলাম সিটি পার্ক। ও আমাকে কত রোমান্টিক ভাবে একটা আইসক্রিম কিনে দিল...........
এইরকম পোস্ট করার কোন মানে হয় না।কিন্তু আমি জানি ও এরকমই জিনিশগুলা পোস্ট করবে।আরে বাবা আমরা দুজন মিলে কি করলাম না করলাম তা গোটা দুনিয়াকে জানানোর কি আছে।
ও যে কতটা ফেসবুক পাগল তা আমাদের বাসর রাতেই বুঝতে পেরেছিলাম।
না সরি আজকে থেকে না।কালকে থেকে। বিয়েটা তো কালকেই হলো।কত না সুন্দর ছিল আমার ব্যাচেলার লাইফটা।নিজের ইচ্ছে মতো ঘোরা,নিজের ইচ্ছে মতো খাওয়া। গেল সব গেল।এখন সবগুলাতে ওই ফেসবুক পাগলি ভাগ বসাবে আর পোস্ট মারবে-----
আজ আমার সোনা-মোনা, বাবুটার সাথে খেলাম বিরিয়ানি...
আমার সোনা বরটির সাথে আজ ঘুরলাম সিটি পার্ক। ও আমাকে কত রোমান্টিক ভাবে একটা আইসক্রিম কিনে দিল...........
এইরকম পোস্ট করার কোন মানে হয় না।কিন্তু আমি জানি ও এরকমই জিনিশগুলা পোস্ট করবে।আরে বাবা আমরা দুজন মিলে কি করলাম না করলাম তা গোটা দুনিয়াকে জানানোর কি আছে।
ও যে কতটা ফেসবুক পাগল তা আমাদের বাসর রাতেই বুঝতে পেরেছিলাম।
ভালোবাসার গল্প পড়ুন এখানেঃ ক্লিক করুন
বিয়ে করার কোন ইচ্ছেই আমার ছিল না।মাত্র একমাস হয়েছে চাকরি পাওয়ার।একটা ব্যাংকের ম্যানেজার হিসেবে যোগ দিয়েছি।ভাবছিলাম নতুন চাকরি মাসের অর্ধেকটা নিজের পছন্দমত খরচ করবো। কিন্তু না।উঠলো বিয়ের কথা।আমি নাকি এখন বড় হয়ে গেছি।নিজে চাকরি করছি কি জানি কি করে ফেলবো তার ভয়ে বাবা মা মিলে দিল বিয়ের চাপ।আমারও কোনো উপায় ছিল না। তাই বিয়েতে রাজি হয়ে যাই। মাত্র এক হপ্তার মধ্যে জানি না মা কোথা থেকে এই ফেসবুক পাগলিটাকে খুজে নিয়ে এসেছে।
যেহেতু মায়ের পছন্দের পাত্রি ছিল তাই কয়েকদিনের মধ্যেই বিয়েটাও হয়ে যায়।তারপরই আসে সেই রাত যেটা নিয়ে প্রত্যেক ছেলেই কল্পনার বীজ বুনে।আমিও বুনেছিলাম। বাসর ঘরে ঢুকার আগে দরজায় দাড়িয়ে বুকটা কাঁপছিল। না জানি কি হবে।ভয় হচ্ছিল।অথচ এই ঘরটায় আমি আগে কত সহজেই ঢুকতাম, ঘুমাতাম।ইচ্ছে হচ্ছিল পালিয়ে আসি। কিন্তু পারলাম না।বন্ধুরা ঠেলে ঢুকিয়ে দিল।
ছবিতে এরকম সিন দেখতে দারুণ মজা লাগতো।নতুন বধূ ঘোমটা টেনে বিছনার মাঝখানে বসে আছে। বর গিয়ে ঘোমটা ওঠাবে।কিন্তু এখন নিজে সেই অবস্থায় পড়ে ভয়ে কাঁপছি। আমি এগিয়ে গেলাম।না ভয় পেলে চলবে না।একটা টিম লাইট জালানো আছে।যার জন্য পুরো ঘরের মধ্যে আবছা আবছা আলো।
আলো আধারির এই খেলাটা খুবই রোমান্টিক লাগছিল। কেন জানি হঠাৎ করে ভয়টাও কেটে গেল। তার বদলে আসল রোমান্টিকতা।সামনেই বিছানা। ওখানেই বসে আছে আমার জীবন সঙ্গী। আমিও ঘোমটা তোলার প্রস্তুতি নিচ্ছিলাম। সামনে ওর আবছা শরীরেকা দেখতে পাচ্ছি। ক্রমেই ওর কাছে পৌঁছে গেলাম।
ঘোমটা তোলার জন্য হাতটা উটতে গিয়েও থেমে গেল।কোথায় কি!!!
ভাবছিলাম আমার ওয়াইফ ঘোমটা দিয়ে বিছনায় বসে থাকবে।তা না। দেখি মিস বিছনায় অর্ধ শোয়া অবস্থায় বসে বসে মোবাইল টিপছে। আমি ঢোক গিললাম।
কাছে গিয়ে সাহস করে জিজ্ঞেস করলাম,
-"আ-আ-আপনি কি করছেন?? "
প্রচন্ড রাগের স্বরে মিস উত্তর দিলেন,
-"কানা নাকি!!দেখতেই তো পারছেন ফোনে বিজি আছি। "
আমি কিছুক্ষণ আমতা আমতা করে বললাম,
-"না-আ,না মানে আজকে বাসর রাত তো।আ-আ-আজকেও ফোন ইউজ করছেন!!?? "
এবার মিসের সকল রাগ তার গলায় প্রকাশ পেল।
-"কেন কোথাও লেখা আছে নাকি যে বাসর রাতে ফোন ব্যবহার করা যাবে না।"
-"না-আ তা নেই। কিন্তু তাই বলে আজ রাতেও ফোন!!"
-"তো কি হয়েছে??
আচ্ছা বাদ দেন আপনার প্রোফাইল নাম বলেন? "
-"কিসের প্র-প্রো-প্রোফাইল নাম!!!"
-"কিসের মানে?!!আপনি ফেসবুক চালান না নাকি!!!"
আমি তো পুরা দমে অবাক।বাসর রাতে আমার ওয়াইফ আমার ফেসবুক নাম জানতে চাচ্ছে!!
মানেটা কি!!!অবাক ভাবটা কাটানোর জন্য জিজ্ঞেস করলাম,
-"আ-আ-আপনি কি এখন ফ-ফে-ফেসবুক চালাচ্ছেন??"
-"হুম।তো কি হয়েছে??"
আমি আর কি বলবো।এর পরও কি কিছু বলার থাকে। সে সময় শুধু একটা কথাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল।বার বার মনে বাজচ্ছিল "হায়রে ফেসবুক তুই আমার বাসর রাতটাকেও ছাড়লি না।"
যেহেতু মায়ের পছন্দের পাত্রি ছিল তাই কয়েকদিনের মধ্যেই বিয়েটাও হয়ে যায়।তারপরই আসে সেই রাত যেটা নিয়ে প্রত্যেক ছেলেই কল্পনার বীজ বুনে।আমিও বুনেছিলাম। বাসর ঘরে ঢুকার আগে দরজায় দাড়িয়ে বুকটা কাঁপছিল। না জানি কি হবে।ভয় হচ্ছিল।অথচ এই ঘরটায় আমি আগে কত সহজেই ঢুকতাম, ঘুমাতাম।ইচ্ছে হচ্ছিল পালিয়ে আসি। কিন্তু পারলাম না।বন্ধুরা ঠেলে ঢুকিয়ে দিল।
ছবিতে এরকম সিন দেখতে দারুণ মজা লাগতো।নতুন বধূ ঘোমটা টেনে বিছনার মাঝখানে বসে আছে। বর গিয়ে ঘোমটা ওঠাবে।কিন্তু এখন নিজে সেই অবস্থায় পড়ে ভয়ে কাঁপছি। আমি এগিয়ে গেলাম।না ভয় পেলে চলবে না।একটা টিম লাইট জালানো আছে।যার জন্য পুরো ঘরের মধ্যে আবছা আবছা আলো।
আলো আধারির এই খেলাটা খুবই রোমান্টিক লাগছিল। কেন জানি হঠাৎ করে ভয়টাও কেটে গেল। তার বদলে আসল রোমান্টিকতা।সামনেই বিছানা। ওখানেই বসে আছে আমার জীবন সঙ্গী। আমিও ঘোমটা তোলার প্রস্তুতি নিচ্ছিলাম। সামনে ওর আবছা শরীরেকা দেখতে পাচ্ছি। ক্রমেই ওর কাছে পৌঁছে গেলাম।
ঘোমটা তোলার জন্য হাতটা উটতে গিয়েও থেমে গেল।কোথায় কি!!!
ভাবছিলাম আমার ওয়াইফ ঘোমটা দিয়ে বিছনায় বসে থাকবে।তা না। দেখি মিস বিছনায় অর্ধ শোয়া অবস্থায় বসে বসে মোবাইল টিপছে। আমি ঢোক গিললাম।
কাছে গিয়ে সাহস করে জিজ্ঞেস করলাম,
-"আ-আ-আপনি কি করছেন?? "
প্রচন্ড রাগের স্বরে মিস উত্তর দিলেন,
-"কানা নাকি!!দেখতেই তো পারছেন ফোনে বিজি আছি। "
আমি কিছুক্ষণ আমতা আমতা করে বললাম,
-"না-আ,না মানে আজকে বাসর রাত তো।আ-আ-আজকেও ফোন ইউজ করছেন!!?? "
এবার মিসের সকল রাগ তার গলায় প্রকাশ পেল।
-"কেন কোথাও লেখা আছে নাকি যে বাসর রাতে ফোন ব্যবহার করা যাবে না।"
-"না-আ তা নেই। কিন্তু তাই বলে আজ রাতেও ফোন!!"
-"তো কি হয়েছে??
আচ্ছা বাদ দেন আপনার প্রোফাইল নাম বলেন? "
-"কিসের প্র-প্রো-প্রোফাইল নাম!!!"
-"কিসের মানে?!!আপনি ফেসবুক চালান না নাকি!!!"
আমি তো পুরা দমে অবাক।বাসর রাতে আমার ওয়াইফ আমার ফেসবুক নাম জানতে চাচ্ছে!!
মানেটা কি!!!অবাক ভাবটা কাটানোর জন্য জিজ্ঞেস করলাম,
-"আ-আ-আপনি কি এখন ফ-ফে-ফেসবুক চালাচ্ছেন??"
-"হুম।তো কি হয়েছে??"
আমি আর কি বলবো।এর পরও কি কিছু বলার থাকে। সে সময় শুধু একটা কথাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল।বার বার মনে বাজচ্ছিল "হায়রে ফেসবুক তুই আমার বাসর রাতটাকেও ছাড়লি না।"
ভালো লাগলে অবশ্যই আমার ব্লগ টি ভিজিট করবেন...
ভালোলাগলে আমার ব্লগটি নিয়মিত ভিজিট করবেন...কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন...আপনাদের মতামতের আশায় থাকবো...
Key Words:
bangla love story, love story, bangla, facebook love story, love, valobashar romantic premer golpo bangla, romantic valobashar golpo, valobashar koster golpo bangla, bangla, valobashar golpo, valobashar golpo sms, bangla sad valobashar golpo, romantic love story in bengali, valobashar golpo kotha, ভালোবাসার গল্প 2018, ভালোবাসার গল্প কাহিনী, ভালোবাসার গল্প ছবি, ভালোবাসার গল্প 2018, ভালোবাসার গল্প পরতে চাই, ভালোবাসার গল্প সিনেমা, ভালোবাসার গল্প ও কবিতা, ভালোবাসার গল্প পড়তে চাই, bangla love story book, bangla love story facebook, bangla love story kobita, bangla sad love story pdf, bengali love story golpo mp3, bangla love story video, bengali love story poem, bangla love story mp3
: