(১) সকালের প্রথম শিশির দিয়ে, সূর্যের প্রথম আলো দিয়ে, ফুলের প্রথম সৌরভ দিয়ে, হৃদয়ের এক বিন্দু ভালবাসা দিয়ে তোমাদের জানাই শুভ সকাল।
(২) সকালের রোদ তুমি বিকেলের ছায়া, গোধূলির রং তুমি মেঘের মায়া। ভোরের শিশির তুমি জোছনার আলো, আমি চাই তুমি থাক সব সময় ভাল। শুভ সকাল।
(৩) দিন যায় দিন আসে, কেউ দুরে কেউ কাছে, কারও মন এলোমেলো, কারও মন খুব ভাল, রাত গেল দিন এল, নতুন সুর্য দেখা দিল।
: