কষ্টের এস এম এস ২০২০ অবহেলার এস এম এস বন্ধুর কষ্টের এস এম এস
**আমার চোখে জল আর তোমার ঠোটে হাসি,,
তারপরও আমি তোমাকেই ভালবাসি..!!**
**আজ হলো সেই দিন,
সুখ পেলাম যত!
আজ হলো সেই দিন,
বুকে পেলাম ক্ষত!
আজকের এই দিনে,
আপন হলো পর!
আজকের এই দিনে,
ভাঙলো এই অন্তর!**
**আজ থেকে বদলে যাব,
হয়ে যাব নিষ্টুর!
করে আপন সাঁদা কাফন,
পাড়ি দেব অচিনপুর!
ভুলে গিয়ে সব কিছু,
বাঁধবো একটি ঘর!
সেই ঘরটির নাম হবে,
অন্ধকার
: