মাগো, ওরা বলে – আবু জাফর ওবায়দুল্লাহ | কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা ল্য্রিচস
মাগো, ওরা বলে – আবু জাফর ওবায়দুল্লাহ
‘কুমড়ো ফুলে ফুলে
নুয়ে পড়েছে লতাটা,
সজনে ডাঁটায়
ভরে গেছে গাছটা,
আর, আমি ডালের বড়ি
শুকিয়ে রেখেছি—
খোকা তুই কবে আসবি!
কবে ছুটি?’
চিঠিটা তার পকেটে ছিল,
ছেঁড়া আর রক্তে ভেজা।
‘মাগো, ওরা বলে,
সবার কথা কেড়ে নেবে
তোমার কোলে শুয়ে
গল্প শুনতে দেবে না।
বলো, মা, তাই কি হয়?
তাইতো আমার দেরী হচ্ছে।
তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে
তবেই না বাড়ী ফিরবো।
লক্ষ্মী মা রাগ ক’রো না,
মাত্রতো আর কটা দিন।’
‘পাগল ছেলে’ ,
মা পড়ে আর হাসে,
‘তোর ওপরে রাগ করতে পারি!’
নারকেলের চিঁড়ে কোটে,
উড়কি ধানের মুড়কি ভাজে
এটা সেটা আরো কত কি!
তার খোকা যে বাড়ী ফিরবে!
ক্লান্ত খোকা!
কুমড়ো ফুল
শুকিয়ে গেছে,
ঝ’রে প’ড়েছে ডাঁটা;
পুঁইলতাটা নেতানো,—
‘খোকা এলি?’
ঝাপসা চোখে মা তাকায়
উঠোনে, উঠোনে
যেখানে খোকার শব
শকুনিরা ব্যবচ্ছেদ করে।
এখন,
মা’র চোখে চৈত্রের রোদ
পুড়িয়ে দেয় শকুনিদের।
তারপর,
দাওয়ায় ব’সে
মা আবার ধান ভানে,
বিন্নি ধানের খই ভাজে,
খোকা তার
কখন আসে! কখন আসে!
এখন,
মা’র চোখে শিশির ভোর,
স্নেহের রোদে
ভিটে ভরেছে।
কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা lyrics, মাগো ওরা বলে কবিতা কোন কাব্যগ্রন্থে,, মাগো ওরা বলে কবিতা আবৃত্তি
মা গো ওরা বলে কবিতা
চিঠি কবিতা আবু জাফর
আবু জাফর ওবায়দুল্লাহ pdf
আমি কিংবদন্তির কথা বলছি
স্বাধীনতা তুমি
Do you understand there is a 12 word sentence you can communicate to your partner... that will trigger deep emotions of love and instinctual attractiveness to you deep within his heart?
ReplyDeleteThat's because deep inside these 12 words is a "secret signal" that fuels a man's instinct to love, treasure and look after you with his entire heart...
12 Words Who Fuel A Man's Desire Instinct
This instinct is so hardwired into a man's mind that it will drive him to try better than ever before to do his best at looking after your relationship.
Matter of fact, fueling this powerful instinct is absolutely mandatory to getting the best possible relationship with your man that the instance you send your man one of these "Secret Signals"...
...You'll soon find him expose his soul and mind to you in a way he haven't expressed before and he will perceive you as the one and only woman in the universe who has ever truly tempted him.