বাংলা ফানি ভালোবাসার গল্প | প্রতিশোধ

Post a Comment

                                  গল্পের নাম:প্রতিশোধ 

 একটা মেয়েকে আমার ভীষণ ভাল্লাগছে। তাকে প্রপোজ করায় তার মেয়ে বেস্টু আমায় ছ্যান্ডেল খুলে দৌঁড়ানি দিছে। রাগে দুঃখে সেই মেয়েকে আড়াল থেকে একদিন গোবর দিয়ে ঢিল মেরে ওর জামা নষ্ট করে দিছিলাম। একদিন সে আমায় সামনে পেয়ে কলার চেপে ধরে বলল..... 

-ঐ হারামি তুই আমায় গোবর দিয়ে ঢিল মারছস ক্যা?

--ঢিল মারছি তার পমান দাও।

-আমি জানি ঢিল তুইই মারছস!

--আমায় কেন সেদিন স্যান্ডেল খুলে দৌঁড়ানি দিছো?

-তুই আমার বেস্টুরে প্রপোজ করছস ক্যা?

--সে সুন্দরী তাই।

-তুই ওর থেকে দূরে থাকবি। 

--আচ্ছা তোমার বান্ধবীতো এত সুন্দরী তুমি এরাম চিকার মতন ক্যা?

-কি বললি?

--তোমার বান্ধবী নিজেই বলছে তুমি নাকি ওকে হিংসা করো তাই আমার সাথে প্রেম করতে মানা করছো।

-অসম্ভব! এটা মারিয়া বলতেই পারেনা। 

--শুধু তাই নয়, এও বলেছে তুমি প্রচুর ঝগড়াটে৷ তুমি নাকি গিরগিটি। 

-কিইইইইইই?

--তোমার চেহারা নাকি চোরের মতন৷ ডাইনি রাক্ষসীদের মতন, সেজন্য তোমাকে কেউ প্রপোজ করেনা। 

-মারিয়া এটা বলেছে? ওর এত বড় স্পর্ধা? 

--হ্যাঁ আমায় বলেছে তোমার থেকে দূরে থাকতে, তোমার আশে পাশে থাকলে নাকি আমার খারাপ বাতাস লাগবে। 

মেয়েটা ঠাস করে গালে চড় মেরে চলে গেলো। থাপ্পড় খাইলাম৷ তয় আগুন লাগাই দিছি। আমি যাকে প্রপোজ করছিলাম তাকে মেসেজ দিলাম..... 

--ছিঃ তোমার চরিত্র এমন? ভালোয় হয়েছে তোমার সাথে প্রেম না করে। 

-কি বলছেন এসব?

--কি আর বলব! এমন মেয়ের প্রেমে আমি পরছিলাম, আগে জানলে হারপিক খেয়ে মরতাম। 

-আজব কিসব বলছেন? 

--তোমার বান্ধবী আমায় সব বলেছে, আর তোমার চরিত্রের এত অধঃপতন। 

-মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। চরিত্র নিয়ে কথা বলবেননা।

--রেগে গেলেই সব মিথ্যা হয়ে যাবেনা মারিয়া।

-দেখুন যা বলার সরাসরি বলুন।

--তোমার বান্ধবী বলেছে তুমি নাকি প্রতি মাসে ৪ টা করে বয়ফ্রেন্ড পাল্টাও। 

-হোয়াট? 

--শুধু তাই নয়, তুমি নাকি ছেলেদের মন নিয়ে খেলো৷ তাদের সাথে মিল দিয়ে পকেট ফাঁকা করো। টাকা নাও, সেই টাকা দিয়ে জামা কাপড় কেনো।

-ও এসব বলেছো? ওর এত বড় সাহস?

--সেজন্যই নাকি সে আমাকে তাড়িয়ে দিয়েছে যাতে তোমার মতন মেয়ের খপ্পরে পরে আমার জীবন বৃথা নাহয়। 

-ছিঃ ও আমার নামে এসব রটিয়েছে?

--সত্যি কথা তো আর মিথ্যা হবেনা। সে তোমার বেস্টু সে মোটেও মিথ্যা বলবেনা। নিজের চরিত্র ঠিক করো। সে ঠিকই বলেছে তুমি একটা গিরগিটি। 

-আজ ওর একদিন কি আমার একদিন। ওরে খাইছি!

--ভালো থেকো। আর এসব ভাঁওতাবাজি ছেড়ে আলোর পথে আসো। তোমার জন্য ভালো মেয়েদের বদনাম হয়।

আমি ব্লক করে দিলাম। মেয়েটা নিশ্চয়ই এখন বাসায় রাগে ফুঁসতেছে। আর দৌড়ানি দেওয়া মেয়েটাও রেগে আছে, আজ খেলা হবে। আমি এক দৌঁড়ে মারিয়াদের বাসার পিছনে গেলাম। টিনের বেড়া দেওয়া বাড়ির চারপাশে। আমি টিনের ফুটো দিয়ে তাকালাম। মারিয়া উঠোনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরেই ওর বেস্টু আসলো। কোন কথা বলেই উড়ান্টি দিয়ে এসে বলল..... 

-ঐ তুই কি বলছিস আমি গিরগিটি?

--আমি কি বারো ভাতারি? আজকে তোকে আমি.... 

বলেই মারিয়া ওর বেস্টুর চুলির মুডি ধরে ধারাম করে মাটিতে ফেলে দিয়েই উড়াধুরা চুল টানা শুরু করলো। ওর বেস্টুও নিচ থেকে চুল ধরে ঘুষি। লাগছে মারামারি, গড়াগড়ি করে মারামারি করছে। আমি টিনের ফুটো দিয়ে দেখছি আর মজা পাচ্ছি। জীবন সার্থক, জিতছি।

.

প্রতিশোধ 

Related Posts

: