Showing posts with the label আবুল হাসান

তোমার চিবুক ছোঁবো, কালিমা ছোঁবো না - আবুল হাসান

Post a Comment
এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া তোমার ওখানে যাবো, তোমার ভিতরে এক অসম্পূর্ণ যাতনা আছেন, তিনি যদি আমাকে বলেন, তুই শুদ্ধ হ' শুদ্ধ হবো কা…

প্রশ্ন - আবুল হাসান

Post a Comment
চোখ ভরে যে দেখতে চাও রঞ্জন রশ্মিটা চেনো তো? বুক ভরে যে শ্বাস নিতে চাও জানো তো অক্সিজেনের পরিমাণটা কত? এত যে কাছে আসতে চাও কতটুকু সংযম আছে তোমার? এত যে ভালোবাসতে চাও তার কতটুকু উত্তাপ সইতে পারবে তুমি?…

প্রেমিকের প্রতিদ্বন্দ্বী - আবুল হাসান

Post a Comment
অতো বড় চোখ নিয়ে, অতো বড় খোঁপা নিয়ে অতো বড় দীর্ঘশ্বাস বুকের নিশ্বাস নিয়ে যতো তুমি মেলে দাও কোমরের কোমল সারশ যতো তুমি খুলে দাও ঘরের পাহারা যতো আন…

পাখি হয়ে যায় প্রাণ - আবুল হাসান

Post a Comment
অবশেষে জেনেছি মানুষ একা ! জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা ! দৃশ্যের বিপরীত সে পারে না একাত্ম হতে এই পৃথিবীর সাথে কোনোদিন। ফাতিমা ফুফুর প্রভাতকালীন কোরানের মর্মায়িত গানের স্মরণে তাই ক…

জ্যোৎস্নায় তুমি কথা বলছো না কেন - আবুল হাসান

Post a Comment
প্রতিটি নতুন কথা বলাটাই হলো আমাদের প্রেম, প্রতিটি নতুন শব্দই হলো শিল্পকলার সীমাঃ হে অসীমা তুমি কথা বলছো না কেন ? ওষ্ঠে কাঁপন ধরানোই হলো নিবিড় নিহিত …

একলা বাতাস - আবুল হাসান

Post a Comment
নখের ভিতর নষ্ট ময়লা, চোখের ভিতর প্রেম, চুলের কাছে ফেরার বাতাস দেখেই শুধালেম, এখন তুমি কোথায় যাবে? কোন আঘাটার জল ঘোলাবে? কোন আগুনের স্পর্শ নেবে রক্তে কি প্রব্লেম? হঠাৎ তাহার ছায়ায় আমি যেদিকে তাকাল…

আকাঙ্খা - আবুল হাসান

Post a Comment
তুমি কি আমার আকাশ হবে? মেঘ হয়ে যাকে সাজাব আমার মনের মত করে । তুমি কি আমার নদী হবে? যার নিবিড় আলিঙ্গনে ধন্য হয়ে তরী বেশে ভেসে যাব কোন অজানা গন্তব্যের পথে । তুমি কি আমার জোছনা হবে? যার মায়াজালে বিভোর …

অপরূপ বাগান -আবুল হাসান

Post a Comment
চলে গেলে - তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবো আমার একলা ছায়া , হারানো চিবুক , চোখ , আমার নিয়তি । জল নেমে গেলে ডাঙ্গা ধরে রাখে খড়কুটো , শালুকের ফুল : নদীর প্রবাহ পলি , হয়তো জন্মে…