আগে কী সুন্দর দিন কাটাইতাম - শাহ আবদুল করিম February 18, 2016 Post a Comment আগে কী সুন্দর দিন কাটাইতাম গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান মিলিয়া বাউলা গান ঘাটুগান গাইতাম ।। বর্ষা যখন হইত গাজির গাইন আইত রঙ্গে-ঢঙ্গে গাইত আনন্দ পাইত… কবিতা গান শাহ আবদুল করিম
তুমি রবে নীরবে হৃদয়ে মম - রবীন্দ্রনাথ ঠাকুর February 26, 2014 Post a Comment তুমি রবে নীরবে হৃদয়ে মম নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম॥ মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম॥ জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চ… গান রবীন্দ্রনাথ ঠাকুর
বঁধু, কোন আলো লাগল চোখে - রবীন্দ্রনাথ ঠাকুর February 26, 2014 Post a Comment বঁধু, কোন আলো লাগল চোখে! বুঝি দীপ্তিরূপে ছিলে সূর্যলোকে! ছিল মন তোমারি প্রতীক্ষা করি যুগে যুগে দিন রাত্রি ধরি, ছিল মর্মবেদনাঘন অন্ধকারে, জন্ম-জনম গেল… গান রবীন্দ্রনাথ ঠাকুর
আজি বাংলাদেশের হৃদয় হতে - রবীন্দ্রনাথ ঠাকুর February 26, 2014 Post a Comment আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী! ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে! তোমার দুয়ার আজি খুলে গেছে সোন… গান রবীন্দ্রনাথ ঠাকুর
ও আমার দেশের মাটি - রবীন্দ্রনাথ ঠাকুর February 26, 2014 Post a Comment ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥ তুমি মিশেছ মোর দেহের সনে, তুম… গান রবীন্দ্রনাথ ঠাকুর
শাওন রাতে যদি - কাজী নজরুল ইসলাম February 26, 2014 Post a Comment শাওন–রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে।। ভুলিও স্মৃতি মম, নিশীথ–স্বপন সম আঁচলের গাঁথা মালা ফেলিও পথ ‘পরে।। ঝুরিবে পূবালি বায় গহন দূর–বনে, রহিবে চাহি’ তুমি একেলা বাতায়নে। বিরহী… কাজী নজরুল ইসলাম গান
মোর প্রিয়া হবে এসো রানী - কাজী নজরুল ইসলাম February 26, 2014 Post a Comment মোর প্রিয়া হবে এসো রানী দেব খোঁপায় তারার ফুল কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল।। কণ্ঠে তোমার পরাবো বালিকা হংস –সারির দুলানো মালিকা বিজলী … কাজী নজরুল ইসলাম গান
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ - কাজী নজরুল ইসলাম February 26, 2014 Post a Comment ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ। তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ দে যাকাত, মুর্দা মুসলিমের … কাজী নজরুল ইসলাম গান
যাও পাখি বলো তারে - কৃষ্ণকলি ইসলাম February 26, 2014 Post a Comment সোনার ও পালঙ্কের ঘরে লিখে রেখে ছিলেম দ্বারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে… বুকের ভেতর নোনা ব্যাথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার কোন পার একা (২ বার) যা… কৃষ্ণকলি ইসলাম গান
আগে যদি জানতাম - কৃষ্ণকলি ইসলাম February 26, 2014 Post a Comment আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা পর ছাড়িতাম কি বাড়ি আমার ছাড়িতাম না ঘর ।। উজানে ভাসাইলাম নাও ভাটি কোথাও নাই আমি আমার ছিলাম নাকি তুমি কোথাও না ।। পীরিতে সাজায়েছি রঙ বাসরে বাঁশি সুরে সুরে সুরমালা… কৃষ্ণকলি ইসলাম গান
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে - রবীন্দ্রনাথ ঠাকুর February 26, 2014 Post a Comment ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো-তোমার মনের মন্দিরে। আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো-তোমার চরণমঞ্জীরে।। ধরিয়া রাখিয়ো সোহাগে আদর… গান রবীন্দ্রনাথ ঠাকুর