প্রশংসার মূল্য!
পিট বারলো নামের এক ব্যক্তি সার্কাসে কাজ করত। সে
সারাজীবন সার্কাসের শো করেই কাটিয়ে দিয়েছিল। যখন পিট সার্কাসের কুকুর দের প্রশিক্ষণ দেওয়ার কাজ করত, তখন সামান্য কিছু শিখলেই পিট তাদের পিঠে থাবড়া মারত, এবং প্রশংসা করত আর মাংসের টুকরো দিয়ে দিত। এটা সার্কাসের বিষয়ে এমন কিছু বড় কথা না। পশুদের প্রশিক্ষণ করার জন্য বহু আগে থেকেই সবাই এই নিয়ম ব্যবহার করে আসছে।
আজকের এই সময়ে আমরা কুকুর কে বদলানোর এই সাধারণ টেকনিক টা মানুষ কে বদলানোর জন্য কেন ব্যবহার করি না?
আমরা সমালোচনার জায়গায় প্রশংসা কেন করি না?
আমরা শাস্তি দেওয়ার ভয়ের জায়গায় মাংসের টুকরো কেন ব্যবহার করি না?
আমাদের সামান্য শেখাতেও প্রশংসা করা উচিত, এতে সে আরো বেশি শেখার বা চেষ্টা করার জন্য প্রেরণা পাবে। যদি আমরা স্কুলের বিষয়ে ভাবি তাহলে শিক্ষক দের নিয়ে অনেক প্রশ্ন উঠবে।
যেমন, স্কুলে শিক্ষক বিদ্যার্থীদের পড়ানোর সাথে কিছু প্রশ্ন করেন, আর যারা প্রশ্নের উত্তর দিতে পারে না তাদের প্রতিটি স্কুলের মত শাস্তি রুপে শিক্ষক হয় কান ধরে দাঁর করিয়ে দেন, নাহলে বাইরে বের করে দেন বা আরো অন্য কিছু। আর এগুলো সব জায়গাতেই প্রচলিত, আর আস্তে আস্তে বিদ্যার্থীদের ও এগুলো অভ্যাস হয়ে যায়। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ একটু আধটু উত্তর দেওয়ার চেষ্টাও করে তবুও শিক্ষক তাদের প্রশংসা না করে শাস্তি দেন।
যদি ঐ সময় শিক্ষক সার্কাসের ঐ টেকনিক কে ব্যবহার করেন তাহলে বিদ্যার্থীদের ভিতরে আত্ম বিশ্বাসে ভরে যাবে, আর তারা আরো বেশি করে চেষ্টা করবে উত্তর দেওয়ার। সামান্য একটু পিঠে থাবড়া মেরে একটু প্রশংসা করে একটু উৎসাহ দিয়ে সেইটা সম্ভব হবে যেটা শাস্তি দিয়ে কোনদিনই হবে না।
আসুন আমরা কিছু উদাহরণ দেখি যে সফল হওয়ার জন্য প্রশংসা কতটা জরুরী,
আর প্রশংসার মূল্য কি?
আর প্রশংসার মূল্য কি?
* 10 বছরের একটা ছেলে একটা ফ্যাক্টরি তে কাজ করত। তার গায়ক হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু তার আগেই সঙ্গীত শিক্ষক তার সাহস কে একদম ঠান্ডা করে দিয়েছে যে "তুমি জীবনে গায়ক হতে পারবে না, তোমার আওয়াজে কোন দম নেই, তোমার গান শুনে এমন মনে হয় যেন কেউ শাটার নামাচ্ছে"।
কিন্তু তার মা তাকে বুকে জড়িয়ে খুব প্রশংসা করল, আর বললো যে আমি জানি তুমি খুব ভালো গায়ক হতে পারবে এবং তোমার আওয়াজ ও আস্তে আস্তে আরো অনেক ভাল হয়ে যাচ্ছে। মায়ের ঐ প্রশংসা তার জীবন বদলে দিল, আর সে ঐ প্রশংসাই মুগ্ধ হয়ে আরো চেষ্টা করতে লাগল, আর সে সেই সময়ের সবথেকে মহান আর প্রসিদ্ধ অপেরা গায়ক হল। তার নাম হল ENRICO CARUSO!
* লন্ডনের এক যুবক লেখক হতে চাইতো, কিন্তু তার মনে হতো যে সবকিছুই ওর বিরুদ্ধে। সে মাত্র ক্লাস 4 পর্যন্ত পড়েছিল। পিতা ঋণ না পরিশোধ করতে পারার কারণে জেলে ছিল। সে একটা Beerhouse এ বোতলে লেবেল লাগানোর কাজ করত, এবং সাথে আরো দুজন করত আর তারা ওখানেই রাতে শুয়ে পরত।
তার নিজের যোগ্যতার উপর এত কম ভরসা ছিল যে সে তার প্রথম পাণ্ডুলিপি রাতের অন্ধকারে ডাক বক্সে ফেলে দিল, যাতে কেউ ওকে নিয়ে মজা না করে।
তারপর কাহিনীর পর কাহিনী লিখতে লাগল আর প্রত্যাক্ষন হতে থাকল। কিন্তু শেষ পর্যন্ত সেদিন এসে গেল যেদিন তার কাহিনী স্বীকার করল। তার বদলে সে কিছু পয়সায় পেল না, কিন্তু সম্পাদক তার খুব প্রশংসা করল এবং খুব সম্মান দিল।
সে এত খুশি হল যে রাস্তাই পাগলের মতো ঘুরতে লাগল আর চোখ দিয়ে খুশির অশ্রু ঝরতে লাগল। তার প্রথম কাহিনী ছাপার খুশি আর প্রশংসা তার পুরো জীবনকে বদলে দিল। যদি এই প্রশংসা না পেত তাহলে হয়ত সারা জীবন বোতলে লেবেলই লাগাত। আর তার নাম হল মহান লেখক CHARLES DIKENCE!
Freinds:- কারো মন থেকে প্রশংসা করা, সাবাসী দেওয়া, তাকে এটা বলা যে তার কাজ আস্তে আস্তে আরো বেশি ভালো হতে চলেছে, এবং তোমার ভবিষ্যত খুবই উজ্জ্বল দেখতে পাচ্ছি, সামান্য এই কটা কথা কারো মনে আত্ম বিশ্বাস ভরে দিতে পারে, কারো জীবন বানিয়ে দিতে পারে, কাউকে সফলতার শীর্ষে পৌঁছে দিতে পারে। সেই জন্য প্রশংসার মূল্য কে জানুন, কেন না প্রশংসাই সেই মাধ্যম যার দ্বারা সফলতার জন্য মানুষ কে প্রেরণা দেয়। সেই জন্য নিজের কথার মাধ্যমে কাউকে কমজোর করবেন না, নিজের কথা দিয়ে সবাইকে প্রেরিত করুন, আর সেটা প্রশংসার মাধ্যমেই সম্ভব!!
All the best 👍
------------------------------------
↪ related posts
↪ belive power!
↪ best quotes hajraat ali (ra)
↪ শেষ আশা!
↪ who is winner?
------------------------------------
↪ related posts
↪ belive power!
↪ best quotes hajraat ali (ra)
↪ শেষ আশা!
↪ who is winner?


: