আসল না নকল
All the best 👍
-----------------------------------
↪ related posts
↪ আসল পরীক্ষা!
↪ সবুরের ফল মিঠা হয়!
↪ who is winner!
↪ belive power!
একবার এক রাজার দরবারে এক প্রতিযোগীতা হচ্ছিল। দেশ বিদেশ থেকে বিভিন্ন শিল্পীরা এসে রাজার
সম্মুখে তাদের শিল্পকলার প্রদর্শন করছিল। খোলা আকাশের নিচে শীতের দিনে রোদ্দুরে সবাইকে আরো বেশী মনোরম করে তুলছিল। কোন জাদুকর জাদু দেখাচ্ছে তো কোন গায়ক মধুর গীত গাইছে। প্রত্যেক শিল্পী কেই তার শিল্পকলা দেখানোর সুযোগ দেওয়া হচ্ছিল।
এমন সময় এক ব্যবসায়ী এল, তার হাতে দুটো হীরা ছিল। সে হীরা দুটোকে রাজার সামনে রেখে বলল, আমি আপনার প্রজাদের জ্ঞানের পরীক্ষা নিতে চাই। এই হীরা দুটো সবার সামনে আছে, এর মধ্যে একটা আসল আর একটা নকল আছে। আপনার রাজ্যের সমস্ত প্রজাদের মধ্যে যে আসল হীরা কে চিনতে পারবে তাকে আমি সেই হীরাটা দিয়ে দেব। আর যদি কেউ আসল হীরা চিনতে না পারে তাহলে আপনি আমাকে ঐ হীরার মূল্য অনুযায়ী ধন দেবেন।
রাজা তার চ্যালেঞ্জ কে স্বীকার করলেন, আর প্রজাদের আসল হীরা কে চিনতে নির্দেশ দিলেন। এক এক করে সমস্ত যোগ্য ব্যক্তি আসতে লাগল কিন্তু কেউ আসল হীরা কে চিনতে পারছিল না। কেন না দুটো হীরা একই রকম দেখাচ্ছে আর দুটোই রোদে জ্বলজ্বল করছে। আস্তে আস্তে প্রায় সব প্রজার দেখা হয়ে গেল কিন্তু কেউ আসল হীরা কে চিনতে পারল না।
রাজার খুবই দুঃখ হল, আর রাজা তার চ্যালেঞ্জ অনুযায়ী ঐ ব্যবসায়ী কে হীরার মূল্যের ধন দেবে, এমন সময় এক অন্ধ ব্যক্তি চিৎকার করে বলল আমি চিনতে পারব আসল হীরা কে, আমাকে একবার সুযোগ দিন। সবাই চমকে উঠল, যে অন্ধ মানুষ আসল হীরা কি করে চিনবে। রাজার কাছেও অন্য কোন পথ ছিল না, তাই তাকে আসল হীরা কে চিনতে আজ্ঞা দিলেন।
অন্ধ ব্যক্তি কে ধরে ধরে হীরার কাছে নিয়ে আসা হল। এবং সে এসে দুটো হীরা দুই হাতে তুলে নিল। তারপর বলল আমার ডান হাতে যে হীরা টা আছে এইটা আসল হীরা, আর বাঁ হাতের টা কাঁচের। তখন রাজা বললেন, তুমি এটা বিশ্বাসের সাথে কি করে বলতে পার যে তোমার ডান হাতের হীরাটাই আসল?
অন্ধ ব্যক্তি বলল, আমার ডান হাতের হীরা টা রোদের তাপে গরম না হয়ে ঠান্ডায় আছে, অর্থাত্ এটাই আসল হীরা। আর বাঁ হাতের হীরা টা রোদে গরম হয়ে গেছে অর্থাত্ এটা কাঁচের তৈরী নকল হীরা। ব্যবসায়ী অন্ধ ব্যক্তির কথা মেনে নিল আর বলল, অন্ধ ব্যক্তি যেটা বলেছে সেটাই আসল হীরা, আর চ্যালেঞ্জ অনুযায়ী এই আসল হীরা টা তার হল।
কিন্তু সে যে তরিকায় আসল হীরা কে চিনল সেটা আমিও জানতাম না, কেন না আমাদের তরিকা অন্য। রাজা বললেন, আপনার তরিকা টি কি? সেটাও আমাদের বলে দিন। তখন ব্যবসায়ী দুটো হীরা কে নিজের হাতে নিয়ে মেঝেতে ফেলে দিল। ফেলতেই একটা ভেঙে গেল আর একটা একদম ঠিকই থাকল। ব্যবসায়ী বলল, যে হীরা টা নকল আর কাঁচের তৈরী ছিল সেটা ভেঙে গেল, আর যেটা আসল হীরা সেটার কোন ক্ষতি হল না। রাজা খুশী হয়ে ব্যবসায়ী কেউ পুরষ্কার দিলেন।
Friends:- এইরকম এই পৃথিবীতেও দুই প্রকারের মানুষ থাকে। প্রথম সফল ব্যক্তি যার স্বভাব হীরার মত হয়। দ্বিতীয় বিফল ব্যক্তি যার স্বভাব কাঁচের মত হয়। প্রতিদিন আমাদের মাথায় বহু ভাবনা আসে, আর অপরেরও অনেক ভাবনা আমরা শুনতে বা জানতে পারি। তার মধ্যে কিছু ইতিবাচক হয় যেটা আমাদের প্রেরণা দেয়। আর কিছু নেতিবাচক হয় যেটা আমাদের প্রেরণাহীন করে দেয়। যেমন আসল হীরা তার উপরে আসা তাপ কে গ্রহণ করেনা আর সব সময় শীতল থাকে, ঠিক তেমনি একজন সফল ব্যক্তি নেতিবাচক মন্তব্য কে গ্রহণ করেনা আর সব সময় তারা সফলতা অর্জন করে।
আর এর বিপরীত নেতিবাচক মন্তব্য কে গ্রহণ করা ব্যক্তি তার জীবনে সব সময় বিফল হয়। আর জীবনে যখন সমস্যা আসে তখন কমজোর ব্যক্তিত্বের ব্যক্তি ঐ কাঁচের মত ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, আর তার আত্ম বিশ্বাস ও বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু ঐ সমস্যার সাথে মোকাবিলা একজন প্রেরিত এবং ইতিবাচক চিন্তাধারার ব্যক্তিই করতে পারে, কেন না সে হীরার মত ভিতর থেকে মজবুত হয়, সে পড়েও ভাঙে না। আর সে সফলতার শীর্ষে পৌঁছে যায়।
তো আপনি কি হতে চান? কাঁচ না হীরা ?
All the best 👍
-----------------------------------
↪ related posts
↪ আসল পরীক্ষা!
↪ সবুরের ফল মিঠা হয়!
↪ who is winner!
↪ belive power!


: