গল্পঃ নিলীমা
দরজার সামনে গিয়ে ডোর লকে চাপ দিতেই রুমের ভিতরে থাকা বউ আমার ফিসফিস করে বলে উঠল 'এই,উনি চলে এসছে। এখন রাখছি।'
.
বউয়ের কথা শুনে দরজাটা খুলেও আবার লাগিয়ে দিলাম। আর মনে মনে হাহুতাশ করতে লাগলাম। আমি শিউর,নির্ঘাত বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল। কত ভালো,ভদ্র আর হাবাগোবা টাইপের একটা ছেলে ছিলাম। শেষে এসে কিনা আমার কপালে এরকম একটা বউ জুটলো! মনের ভিতরে প্রবল বেগে সাইক্লোন বয়ে যাচ্ছে। সবকিছু লণ্ডভণ্ড করে দিচ্ছে।
.
রুমের ভিতরে ঢুকেই বউয়ের দিকে একনজর তাকালাম। বিছানায় বসে আমার দিকে তাকিয়ে হাবার মতো একটা হাসি দিয়ে আছে।
.
--আমি দেখতে কি জোকার টাইপের??
--একদমই না।
--তবে এভাবে বত্রিশ দাঁত বের করে ভেটকি দিয়ে আছেন কেন?
.
মেয়েটা আমার কথা শুনে হাসি বন্ধ করে দিলো। তারপর বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে রইলো।
.
--কেউ আমার দিকে তাকিয়ে থাকলে বিরক্ত লাগে।
--স্যরি।
--আবার স্যরি কেন??
--আপনি যা পছন্দ করেন না তা করেছি।
--আপনাকে স্যরি বলতে বলেছি আমি??
--না বলেননি।
--তাহলে স্যরি বলছেন কেন আজাইরা??
.
মেয়েটা আবারও বোকা হয়ে গেলো আমার কথা শুনে।
.
--আপনার নামটা যেন কি??
--ভুলে গেছেন??
--জিজ্ঞাসা করেছি বলতে ইচ্ছে হলে বলবেন,বলতে ইচ্ছে না হলে বলবেন না। এত প্যাঁচান কেন??
--নিলীমা।
--বাজে একটা নাম।
--বাজে নাম??
--খুব বাজে নাম। খুব খুব খুব।
--আচ্ছা,তাহলে পরিবর্তন করে ফেলব।
--কি পরিবর্তন করবেন??
--নাম।
--কার??
--আমার।
--কেন??
--খুব বাজে তাই।
--নাম পরিবর্তন করতে কি লাগে জানেন তো??
--কি লাগে??
--আকিকা দিতে হয়।
--দিব। সমস্যা কি।
--টাকা কি পুকুরের মাছ যে ইচ্ছে হলো আর বর্শি দিয়ে ধরে নিয়ে এলাম!
.
মেয়েটা এবার আমার দিকে ভ্রু কুঁচকিয়ে তাকালো। বাসররাতে স্বামীর থেকে এরকম হেনেস্তা হয়তো অন্যকোনো মেয়ে কখনও হয়নি।
.
--একটা কথা জিজ্ঞাসা করব??
--করুন।
--বয়ফ্রেন্ড আছে??
--ছিঃ ছিঃ কি বলেন এসব!
--এমন ভাব নিচ্ছেন যেন আপনি দুধে ধোয়া পুদিনা পাতা!
--মানে??
--বয়ফ্রেন্ড নেই??
--প্রেম ভালোবাসা কি সেইটা কখনও বুঝিই নাই।
.
মেয়েটার দিকে একবার ভ্রু কুঁচকিয়ে তাকালাম। আমি রুমে আসার কিছুক্ষণ আগেই বয়ফ্রেন্ডের সাথে চুটিয়ে প্রেম করলো আর এখন বলছে জীবনে প্রেম ভালোবাসা কি সেইটা নাকি বুঝেই না!
.
--আপনি আসলেই লিজেন্ড।
--কেন কেন??
--এই যে মিথ্যা কথাগুলো কত সুন্দর করে সাজিয়ে বলতে পারেন।
--কোনটা মিথ্যা??
--কোনটা সত্য শুনি??
--যা বলেছি সবগুলাই সত্যি।
.
আম্মারে কত করে বলেছি,ভালো করে একটু খোঁজখবর নাও,মেয়ে কেমন,ফ্যামিলি কেমন সবকিছু ভালো করে জেনে নাও। আম্মার একটাই কথা,মেয়ে নাকি হাজারে একটা। এই হাজারে একটা মেয়েই এখন আমার হাতে ভাঙা হারিকেন ধরায় দিছে।
.
--নিলীমা!
--জ্বি।
--আপনি কোথায় ঘুমাবেন??
--কোথায় ঘুমাবো মানে??
--বাংলা বুঝেন না?? বলছি আজ রাতে ঘুমাবেন কোথায়??
--কেন এই বিছানায়।
--উহু।
--উহু মানে??
--আমার বিছানায় ঘুমাবেন তা হবে না।
--মানে কি??
--মানে সোফায় গিয়ে ঘুমান।
--কি বলছেন এসব??
--সত্যিই বলছি। আপনি সোফায় গিয়ে শুয়ে পড়ুন।
--স্বামী স্ত্রী আলাদা ঘুমায়??
--হ্যাঁ ঘুমায় তো।
--কিভাবে??
--যাদের স্বামী বিদেশে থাকে তারা কি আলাদা থাকে না?? আলাদা ঘুমায় না??
--আপনি কি বিদেশে থাকেন??
--ধরুন সেরকমটাই।
.
মেয়েটা আর কিছু বললো না। বিছানা থেকে উঠে গিয়ে সোজা সোফায় চলে গেলো।
.
--আপনার ফোনটা দিন তো।
--কি করবেন??
--খাট্টা খাব।
.
মেয়েটা চুপচাপ তার ফোনটা আমার হাতে দিয়ে দিলো। এবার হবে আসল খেলা। কার সাথে তুমি পিরিত করো বাছাধন এবার দেখব। এবার টের পাবা,কত আটায় কত রুটি।
.
ফোনে লক দেয়া ছিল না। স্লাইড করে ফোনটা খুলে ফেললাম। খোলার সাথে সাথে কল লিস্টে ঢুকলাম। কল লিস্টের সবার প্রথম নাম্বারটা 'আম্মু' নাম দিয়ে সেইভ করা। পাঁচ মিনিট আগে ফোন দিয়েছিল। বাহ খুব চালাক তো মেয়েটা। বয়ফ্রেন্ডের নাম্বার 'আম্মু' দিয়ে সেইভ করে রেখেছে। এরকম আরও কত দেখেছি আগে। বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ডের নাম্বার আম্মু,আব্বু,জিপি অফার,ব্যাটারিফুল,রবি ইন্টারনেট,বান্ডেল অফার আরও কত কি নাম দিয়ে যে সেইভ করে!
.
বিসমিল্লাহ বলে 'আম্মু' নামে সেইভ করা নাম্বারটায় কল দিয়ে বসলাম। কিছুক্ষণ রিং হওয়ার পরে ওপাশ থেকে এক মহিলা কন্ঠে হ্যালো বলে উঠল। কিছুটা চমকে গেলাম। মহিলা কন্ঠ কেন?? আমি কিছু বললাম না। চুপচাপ ফোনটা কানে ধরে বসে রইলাম।
.
'নিলীমা,জামাই এসেছে রুমে?? নাকি বসে আছে তোর সাথে?? রুমে ঢুকার সাথে সাথে পায়ে ধরে সালাম করেছিস তো?? শোন,এমন কিছু করবি না যাতে জামাই রাগ করে বা মন খারাপ করে থাকে। বুঝছিস তো??'
.
কথা শুনে আমি চুপচাপ বোকার মতো বসে রইলাম। তারপর টুট করে ফোনের লাইনটা কেটে দিলাম।
.
হায় আল্লাহ এইটা কি হলো?? এইটা কি করলাম আমি?? আসলেই তো মেয়েটার কোনো বয়ফ্রেন্ড নেই। এতক্ষণ আমার শ্বাশুড়ি আম্মার সাথে কথা বলছিল। এবার কি করি?? একটু বেশিই বলে ফেলেছি দেখছি।
.
--এহহেম এহহেম!
.
নিলীমার সামনে গিয়ে জোর গলায় একটা কাশি দিলাম। মেয়েটা চুপচাপ গুটি মেরে সোফায় বসে আছে। আমি সামনে গিয়ে কাশি দেওয়াতে নিলীমা মাথা উঁচু করে আমার দিকে তাকালো।
.
--কিছু বলবেন??
--না মানে বলছিলাম কি!
--কি বলছিলেন??
--বিছানায় আসো।
--কেন??
--বিছানায় গিয়ে শুয়ে পড়।
--উহু।
--উহু কেন??
--আমার ইচ্ছে তাই।
--প্লিজ চলো।
--নাহ যাব না।
--আমাকে রাগিও না কিন্তু।
--রাগালে কি হবে??
--একদম ভালো হবে না কিন্তু।
--চুপ একদম চুপ। বেশি কথা বলবেন না। চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ুন।
.
নিলীমা জোর গলায় আমাকে এক ধমক দিয়ে বসলো। ধমক শুনে আমি ভেজা বেড়ালের মতো কেমন যেন চুপসে গেলাম।
.
--স্যরি নিলীমা।
--স্যরি কেন??
--তোমার সাথে রাগারাগি করেছি কোনো কারণ ছাড়াই।
--আমি স্যরি বলতে বলেছি??
--নাহ বলোনি।
--তাহলে আজাইরা স্যরি বলছেন কেন??
.
ওরে আল্লাহ! মেয়ে তো দেখছি আমার গুলি দিয়ে আমাকেই মেরে দিলো।
.
--আগামী ছ'মাস একসাথে ঘুমানো যাবে না।
--কেন??
--আমি বলেছি তাই।
--এটা কেমন কথা!
--এটাই কথা। এটাই আপনার শাস্তি।
--বললাম তো ভুল হয়ে গেছে।
--ভুলের শাস্তি পান এবার।
--এত নির্দয় হইও না নিলীমা।
--হতে হবে।
.
আমি চুপ করে নিলীমার দিকে তাকিয়ে রইলাম। কি বলব বুঝতে পারছি না।
.
--আপনার মনে সন্দেহ ঢুকেছে কেন আমি জানি।
--কেন??
--একটু আগে ফোনে কথা বলেছি কার সাথে এজন্য।
--স্যরি।
--ফোন দিয়ে নিশ্চয় বুঝতে পেরেছেন কার সাথে কথা বলছিলাম। বয়ফ্রেন্ড নাকি আমার আম্মা।
--হু।
--এতক্ষণ আমার সাথে এরকম করেছেন কেন সেইটাও বুঝেছি। আমি ফোনে কথা বলছিলাম কার সাথে সেইটা ডিরেক্ট জিজ্ঞাসা করলেই পারতেন।
--বুঝতে পারিনি।
--তাহলে ছ'মাস বুঝুন এবার। ভালো করে বুঝে যাবেন। আমি ঘুমাই। শুভরাত্রি।
.
নিলীমা আমার দিকে তাকিয়ে একটা ভেংচি কেটে চুপচাপ সোফায় শুয়ে পড়ল। আমিও চুপচাপ ভদ্র ছেলের মতো বিছানায় চলে গেলাম। মাথার উপরে থাকা ফ্যানটা প্রচন্ড বেগে ঘুরছে। আমি ফ্যানের দিকে তাকিয়ে রইলাম আর ভাবতে লাগলাম 'সন্দেহ,তুই আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে!'
ভালো লাগলে আমার ব্লগটি নিয়মিত ভিজিট করবেন..এখানে নিয়মিত ভালোবাসার গল্প ও অন্যান্য গল্প পোষ্ট করা হয়.. আপনাদের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন...আপনাদের মতামতের আশায় থাকবো...
Key Words:
bangla love story, love story, bangla, facebook love story, love, valobashar romantic premer golpo bangla, romantic valobashar golpo, valobashar koster golpo bangla, bangla, valobashar golpo, valobashar golpo sms, bangla sad valobashar golpo, romantic love story in bengali, valobashar golpo kotha, ভালোবাসার গল্প 2019, ভালোবাসার গল্প কাহিনী, ভালোবাসার গল্প ছবি, ভালোবাসার গল্প 2019, ভালোবাসার গল্প পরতে চাই, ভালোবাসার গল্প সিনেমা, ভালোবাসার গল্প ও কবিতা, ভালোবাসার গল্প পড়তে চাই, bangla love story book, bangla love story facebook, bangla love story kobita, bangla sad love story pdf, bengali love story golpo mp3, bangla love story video, bengali love story poem, bangla love story mp3, বাংলা ভূতের গল্প, ভুত, ভয়ানক ভূতের গল্প ২০১৯, bangla vuter গল্প, ২০১৯ এর ভালোবাসার গল্প, 2019 love story, 2019 best love story, valobasar golp 2019
: