ইসলাম ধর্ম এর সৌন্দর্য

Post a Comment
যে মানুষটি তার ভাতের প্লেটে পুরো একটা বছর মাংস তো দূরের কথা ভালো কোন তরকারির দেখা পায়নি সে ও আজকে মাংস দিয়ে পেট ভরে দুবেলা খাবে ।

ইসলামের সৌন্দর্য তো এখানেই।

জমির উদ্দিন সকাল সকাল প্লাস্টিকের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে। কয়েক জায়গায় ফকিরের ভীড় থাকা সত্ত্বেও ঠেলাঠেলি করে তার ব্যাগেও আজ এক কেজি মতো মাংস জুটেছে। আধা কেজি মাংস আজ সে রান্না করবে। দু পা প্যারালাইসিস হয়ে পড়ে থাকা তার মায়ের মাংস দিয়ে দুমুঠো ভাত খাওয়ার ইচ্ছেটা আজ পূরণ হবে। বাকি আধা কেজি বিক্রি করে মায়ের ঔষুধটুকু কিনবে। অনেকদিন যাবৎ মায়ের ঔষুধ কিনতে পারেনি।

জুলেখা হাড্ডিযুক্ত অল্প মাংস পেলেও তাতেও সে খুশি। অন্তত দুইশো আড়াইশো টাকা বিক্রি করা যাবে এতে তার ছেলের স্কুলের বেতনটা পুষিয়ে আসবে।

এলাকার চামড়া বিক্রির টাকা পেয়ে অন্ধ বাবুল মিয়ার আজ দিনটা খুব ভালই কাটবে। আগেতো মেয়েটা কোন রকম টিউশনি করে ঘর সংসারে চালিয়েছে। একবেলা কোনরকম খেলে পরের বেলা খাবার জুটতো কপালে। এখন কয়েকটা দিন ভালই কাটবে।

গরুর ভুড়িটা পেলেও থোকাই কাদের খুব খুশি। অনান্য দিন কাগজ কুড়িয়ে যে টাকা আসেনা আজকে তার ডাবল টাকা এসেছে। বোনটা কতদিন ধরে বিরানির আব্দার করেছিল আজ হয়তো বোনটার আশা পূরণ করবে ভাইটি।

বছরের এই একটি দিন হলেও গরীব অসহায়দের ঘরে মাংস রান্নার সুগন্ধি বের হয়। এই একটা দিন হলেও তারা না খেয়ে ঘুমোতে যায়না। এই একটা দিন হলেও তারা সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারে।

ইসলাম এখানেই সুন্দর 😍...

ভালো লাগলে আমার ব্লগটি নিয়মিত ভিজিট করবেন..এখানে নিয়মিত ভালোবাসার গল্প ও অন্যান্য গল্প পোষ্ট করা হয়.. আপনাদের গল্পটি কেমন লাগলো  তা কমেন্ট করে জানাবেন...আপনাদের মতামতের আশায় থাকবো...

Related Posts

: